উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হলেন সচিন সিংহ রায় –
1 min readউত্তর দিনাজপুর জেলার তৃণমূলের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হলেন সচিন সিংহ রায় –
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ, ১আ গস্ট: অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সোমবার এক প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছে উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের জেলা চেয়ারম্যান হলেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর প্রশাসক সচিন সিংহ রায়(নকুল)।জানা যায় উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মনকে এই পদ থেকে সরিয়ে দিয়ে তার স্থলে সচিন সিংহ রায়কে বসানো হল বলে জানা যায়।
সচিন সিংহ রায়কে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদের দায়িত্ব পাওয়ায় কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান রাম নিবাস সাহা সচিন সিংহ রায়কে অভিনন্দন জানিয়েছেন।অভিনন্দন জানিয়েছেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক। জানা যায় উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের মোট ১৩টি জেলার তৃণমূলের চেয়ারম্যান ও তৃণমূলের প্রেসিডেন্টদের নাম এক প্রেস রিলিজে মাধ্যমে প্রকাশ করা হয় যদিও উত্তর দিনাজপুর জেলার জনৈক বিজেপি নেতা বলেন সচিন সিংহ রায়কে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল দল একটি লালিপপ ধরিয়ে দিলেন বলে জানান।প্রকাশ,উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রেসিডেন্ট কনাইয়ালাল আগরওয়াল তিনি তার পূর্বের পদেই বহাল রয়েছেন।
Itís hard to find well-informed people for this subject, but you seem like you know what youíre talking about! Thanks