December 22, 2024

লক্ষীপুর – রাধিকাপুর রাস্তা বেহাল,যাত্রী নিয়ে যেতে চায়না টোটো চালক,প্রশাসন নীরব

1 min read

লক্ষীপুর – রাধিকাপুর রাস্তা বেহাল,যাত্রী নিয়ে যেতে চায়না টোটো চালক,প্রশাসন নীরব

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের লক্ষীপুর থেকে রাধিকাপুর পর্যন্ত যাবার গুরুত্বপূর্ন রাস্তাটি অসংখ্য খানা খন্দকে ভরে যাওয়ায় এই রাস্তা দিয়ে মোটর বাইক থেকে যেকোনো ধরনের গাড়ি চালনা বর্তমানে বিপদজনক অবস্থায় দাঁড়িয়েছে।কালিয়াগঞ্জ থেকে লক্ষীপুর হয়ে ভারত বাংলা দেশ সীমান্তের প্রান্তিক এলাকা রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত সব দিক দিয়েই একটি গুরুত্বপূর্ন স্থান।কালিয়াগঞ্জ ব্লকের রাধিকা পুর রেল স্টেশন দিয়ে ভিসা পাসপোর্টের মাধ্যমে প্রতিদিন এপার বাংলার মানুষদের ওপার বাংলায় যেতে হয়।কালিয়াগঞ্জ রাধিকাপুর রোড দিয়ে কোন বাস যাতায়াত না করলেও টোটোই একমাত্র সাধারন মানুষের যাতায়াতের ভরসা। কিন্তূ রাস্তার অবস্থা এতটায় বিপজ্জনক হবার ফলে অধিকাংশ টোটো চালক কালিয়াগঞ্জের লক্ষীপুর থেকে রাধিকাপুর যেতে চায়না।

রাধিকাপুর বর্তমানে একটি গুরুত্বপূর্ন রেল স্টেশন হবার ফলে অনেক রেল যাত্রী হাওড়া রাধিকাপুর ,রাধিকা পুর কলকাতাএক্সপ্রেস ধরবার জন্য স্টেশনে যেতে হয়। এছাড়াও রাধিকাপুর এলাকা ভারত বাংলাদেশ সীমান্তের একটি গুরুত্বপূর্ন বর্ডার। ফলে এই কালিয়াগঞ্জ রাধিকাপুর রাস্তা দিয়ে অনবরত বি এস এফ্ বাহিনীর জোয়ানদের গাড়ি যাতায়াত করে।সব দিক দিয়ে রাধিকাপুর এলাকাটির গুরুত্ব থাকলেও সেই স্থানে যাতায়াত করবার একটি মাত্র রাস্তাটির রক্ষণাবেক্ষণের কোন রকম উদ্যোগ জেলা প্রশাসনের নজরে নেই। এ ব্যাপারে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এক প্রশ্নের উত্তরে জানান লক্ষীপুর রাধিকাপুর রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা।এই রাস্তাটি উত্তর দিনাজপুর জেলা পরিষদের অধীনে।তাই পঞ্চায়েত সমিতি এই রাস্তাটি কোন ভাবেই মেরামত করতে পারবেনা বলে জানান।তবে পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন তিনি জেলা পরিষদকে ব্যাপারটি জানাবেন যাতে দ্রুত এই রাস্তার সংস্কারের কাজ শুরু করা যায়। উত্তর দিনাজপুর জেলা।পরিষদের একমাত্র বিজেপি সদস্য কমল সরকারকে এই রাস্তার সংস্কার কেন করা হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদ যেহেতু তৃণমূল পরিচালিত তাই আমার মত একমাত্র বিজেপির সদস্যের কোন কথা সভাধিপতি শুনতে চান না।অনেক বার বলেও কিছু হয়না।রাধিকাপুর এলাকার গ্রামবাসীরা শনিবার জানায় অবিলম্বে এই রাস্তার সংস্কারের কাজ শুরু না করলে তারা খুব শীঘ্রই বড়সড়ো আন্দোলনের পথে নামবেন।

1 thought on “লক্ষীপুর – রাধিকাপুর রাস্তা বেহাল,যাত্রী নিয়ে যেতে চায়না টোটো চালক,প্রশাসন নীরব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *