December 22, 2024

বাছুর-ছাগল নিয়ে গেল প্রাণী, বাঘের আতঙ্ক চোপড়ার নতুনহাট চা বাগান এলাকায়

1 min read

বাছুর-ছাগল নিয়ে গেল প্রাণী, বাঘের আতঙ্ক চোপড়ার নতুনহাট চা বাগান এলাকায়

দেবব্রত চক্রবর্তী ইসলামপুর  বাঘের আতঙ্ক ছড়ালো চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নতুন হাট চা বাগান এলাকায়। বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। আতঙ্কে এখন আর কেউ একা একা বাইরে বেরোতে পারছেন না। দলবেঁধে রয়েছেন সকলে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় একটি বাছুরকে চিতাবাঘে ধরে টেনে নিয়ে যেতে দেখতে পান স্হানীয়রা। সকলে চিৎকার করে ছুটে গেলে বাঘটি জঙ্গলে ঢুকে যায়। মঙ্গলবার সকালেও একটি ছাগলকে নিয়ে গিয়েছে বলে অভিযোগ।

 

কিন্তু এলাকার মানুষ যখন লাঠিসোটা নিয়ে জঙ্গলে তল্লাশি করেন তখন দেখা মেলেনি। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় বনদপ্তরের আধিকারিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া রেঞ্জের বনদপ্তরের আধিকারিকরা। এবং গোটা চা বাগান এলাকা পরিদর্শন করে দেখেন তারা। তবে বাঘ না অজানা জন্তু খতিয়ে দেখছে বনদপ্তরের আধিকারিকরা।স্থানীয় বাসিন্দা নারায়ণ সিংহ, সৌমেন মন্ডলরা বলেন, ‘‘চিন্তায় আছি। বন দফতরের কর্মীরা এসেছিলেন। কিন্তু বাঘের তো দেখা মেলেনি। ভয়ে এখন ভয়ে কেউ একা কোথাও বেরোতেও পারছি না। যতক্ষণ না ওই প্রাণীটি কী বোঝা যাচ্ছে ততক্ষণ চিন্তার শেষ নেই। আমাদের ধারণা তো চিতাবাঘ। নাহলে বড় বাছুর, ছাগলকে নিয়ে যাবে কী করে?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *