কিভাবে বাংলা শস্যবিমা যোজনা করতে হবে, বোঝাতে সচেতনতা বৈঠক
1 min readকিভাবে বাংলা শস্যবিমা যোজনা করতে হবে, বোঝাতে সচেতনতা বৈঠক
শুভ আচার্য কালিয়াগঞ্জ বাংলা শস্য বিমা যোজনার সুফল কৃষকদের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বোঁচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে সচেতনতা বৈঠক করল ব্লক কৃষি দপ্তর। এদিন বোঁচাডাঙ্গা পঞ্চায়েতের সভাগৃহে প্রধান হৃদয়চন্দ্র সরকার এবং অপর সদস্যদের নিয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তরের এডিএ মৌমিতা ঘোষ
।চলতি খারিফ মরসুমে শস্য বীমা প্রকল্পে আমন ধান ও ভুট্টা চাষীদের নাম নথিভুক্তিকরণের কাজ চলবে আগষ্ট মাস জুড়েই। সম্পূর্ণ বিনামূল্যে এই শস্য বীমার সুযোগ কালিয়াগঞ্জের সমস্ত কৃষকরা যাতে পায়, তা সুনিশ্চিত করতেই পঞ্চায়েত জনপ্রতিনিধিদের সহযোগিতা চাইছে কৃষি দপ্তর।
বাংলা শস্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করার পদ্ধতি সম্পর্কে পঞ্চায়েত সদস্যদের অবগত করা হয় এই বৈঠকে। অতি বৃষ্টির ফলে বন্যা অথবা খরার মতো প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হলে এই শস্য বীমার অধিনে থাকা সকল কৃষকরা পাবেন আর্থিক ক্ষতিপূরণ পাবে।