বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার উপর ধান রোপন
1 min read
কমল কুমার বিশ্বাস,বালুরঘাট,22শে আগস্ট:-বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার উপর ধান রোপন করে ক্ষোভ প্রকাশ করলেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা । বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের শিয়ালা গ্ৰামের ঘটনা l
বেশ কিছু দিন আগে গ্ৰামের একমাত্র রাস্তাটি কংক্রিটের ঢালাই এর কাজ শুরু হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রাস্তাটির কাজ বন্ধ হয়ে গেছে। ফলে গ্রামবাসীদের যাতয়াত করা একদম নাভিশ্বাস হয়ে উঠেছে। রাস্তাটি এই ভাবে থাকলেও পঞ্চায়েত পক্ষ থেকে কোনো নজর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফলে ঠিক কবে রাস্তাটি ঠিক হবে তা নিয়ে ধন্দে গ্রামবাসীরা l এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার লোকের যাতয়াত, এছাড়া এই একটি মাত্র রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হয় l এর ফলে স্কুলে যেতে খুব সমস্যায় পড়ছে আবালবৃদ্ধবনিতারা l গ্ৰামবাসিদের মধ্যে পিযুষ, পঙ্কজ, সুজিত রা বলেন যে আমরা এই রাস্তার জন্য কোথাও যেতে পারছি না, কবে ঠিক হবে ঠিক হবে তারও কোনো নিশ্চয়তা নেই ,অগত্যা প্রশাসনের নজর ঘোরাতেই এক প্রকার বাধ্য হয়েই আজ আমরা পুরো রাস্তা জুড়ে ধান গাছ গেড়ে প্রতিবাদ জানাই l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});