কালিয়াগঞ্জ চ্যাম্পিয়ন লিগ নক-আউট ফুটবল খেলা
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ--বুধবার কালিয়াগঞ্জ কলেজ মাঠে রুদ্রবীনা প্লে ওয়ার্ল্ড কোচিং ক্যাম্পের ব্যবস্থাপনায় স্বর্গিয়া কমলা রানী ঘোষ স্মৃতি চ্যাম্পিয়ান লীগ নক আউট ফুটবল টুর্নামেন্টের খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় বালাবন্দ আদিবাসী কোচিং ক্যাম্পের শিশু পাহান একটি দর্শনীয় গোল করে এগিয়ে যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরবর্তীতে খেলার প্রথমার্ধের শেষ মহুর্তে বালাবন্দ আদিবাসী কোচিং ক্যাম্পের শনি বিপ্লব মুরারি আবার একটি গোল দিয়ে দলকে শক্ত জায়গায় দার করিয়ে দেয়।যদিও প্লে ওয়ার্ল্ড কোচিং ক্যাম্প খেলার শেষ মুহূর্তে পর পর দুটি গোল শোধ করে দিয়ে খেলার সমতা ফিরিয়ে আনে।ব্যবস্থাপক ক্লাবের সম্পাদক তরুণ গুহ বলেন আগামী ৫ই সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});