কালিয়াগঞ্জের শেঠকলোনী সার্বজনীন দূর্গা পূজা কমেটি খুটি পূজার মধ্য দিয়ে দূর্গা পূজার কাউনডাউন শুরু করে দিল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবর্তী ও শঙ্কর গুপ্তা ঃ- বাজলো তোমার আলোর বেনু। এই গান যখন আকাশে বাতাসে মুখরিত হয় ঠিক তখন খুশিতে মন যেন আনচান হয়ে যায়।যে যেখানেই কাজ করুকনা কেন সেই চারটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে তারা। এবার সেই প্রতিক্ষিত দিন এর জন্য আজ থেকে কাউনডাউন শুরু করে দিল উত্তর দিনাজপুর জেলার নজর কারা বিগ বাজেটের পূজোগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের শেঠকলোনী সার্বজনীন দূর্গা পূজা কমেটি। বৃহস্পতিবার তারা খুটি পূজার মধ্য দিয়ে তাদের মন্ডবসজ্জার প্রস্তুতি শুরু করে দিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যার সূচনা করলেন আজ কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি তথা পূজা কমেটির অন্যতম কর্নধার কার্তিক চন্দ্র পাল।প্রতিবছর ই এই পূজো কমেটি জেলার সেরা পূজো গুলির দৌড়ে সবার আগে থাকে।এবার তার ব্যতিক্রম নেই।তার মধ্যে এই পূজোর যিনি কর্নধার রয়েছেন তিনি আবার কালিয়াগঞ্জ তৃনমূল পরিচালিত পুরসভার পুরপতি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাই সবার নজর এই পূজার দিকে।কারন তিনি এবার পূজোয় কি চমক দেন সেটাই এখন দেখার। তবে পুরপতি তথা পূজোর অন্যতম উদ্যোক্তা কার্তিক পাল জানান,বরাবরই এই পূজো জেলার আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে থাকে সাধারন মানুষের কাছে।প্রত্যেক বার ই নতুন নতুন চিন্তাধারায় এই পূজা হয়ে থাকে। এবারো তারা পিছিয়ে নেই।
রাজ্যের মূখ্যমন্ত্রীর বিশ্ববাংলার স্বপ্নের প্রকল্প গুলি যেমন এবার তাদের পূজোয় সুন্দর করে ফুটিয়ে তোলার ব্যবস্থা করা হবে তেমন ই আলোক সজ্জাতে থাকবে কন্যাশ্রী,রুপশ্রী,যুবশ্রী সহ রাজ্যের মূখ্যমন্ত্রীর সাধের প্রকল্পের আলোর ঝর্নাধারা।এবারে তাদের পূজো মন্ডপ তৈরী করা হচ্ছে ফাইবার দানা দিয়ে কাল্পনিক মন্দির।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তেমনি ই প্রতিমায় থাকছে সাবেকিয়ানার ছাপ। তিনি জানান তাদের দূর্গাপূজো এবার ৬৮ তম বর্ষে পদার্পন করলো।তাই এই বর্ষে সাধারন মানুষদের নতুন চমক দিয়ে জেলার সেরার সেরা পূজোর তকমা ছিনিয়ে আনবেই সে ব্যাপারে কোন সন্দেহ নেই বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মণ্ডপ লজ্জায় দায়িত্ব পাওয়া বালুঘাটের ভাই ডেকোরেটার্সের কর্নধার রাজ নারায়ন সাহা চৌধুরী জানান,প্রতিবছর তারা শেঠকলোনী সার্বজনীন পূজা কমেটির মন্ডপ সজ্জার দায়িত্বে থাকে। এবারে ফাইবার দানা দিয়ে কাল্পনিক মন্দির তৈরী করবেন। যা এবারে জেলার জেলা সেরাপূজো গুলির মধ্যে নাম থাকবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});