|স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে|
1 min read|স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে|
প্রবাল সাহা রায়গঞ্জ রায়গঞ্জের থানা রোডে অবস্থিত গ্রিন ডায়মন্ড ক্লাবে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ। আয়োজন করেছিল রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রায় ৫০ জনের মতো রোগী এই দিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। শিবিরে উপস্থিত ছিলেন ডঃ শ্যামশ্রী চাকী, ডক্টর ডিএন মজুমদার, দন্ত চিকিৎসক ডক্টর মেঘনা চন্দ। ক্লাব কর্তৃপক্ষরা জানান এই ধরনের শিবির করে আশেপাশের মানুষজনসহ পথ চলতি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও তাদের প্রয়োজনীয় ওষুধ
বিনামূল্যে প্রদান করা হয়। আগামীতে ক্লাবের পক্ষ থেকে এ ধরনের শিবির আরো হবে। এছাড়াও তারা জানান পূর্বাশা প্রগতি মঞ্চের যে কোন প্রয়োজনে গ্রীন ডায়মন্ড ক্লাব সব সময় তাদের পাশে থাকবে। ডঃ শ্যামশ্রী চাকি ও ডক্টর মেঘনা চন্দ দুজনে ই এরকম একটি মানবিক কাছে নিযুক্ত হতে পেরে যথেষ্ট খুশি। তারা ভবিষ্যতেও স্বেচ্ছাসেবী সংস্থাদের মাধ্যমে এরম ক্যাম্প গুলি করতে ইচ্ছুক বলে জানান। সংস্থার পক্ষ থেকে সংস্থার সভাপতি সজল সরকার মহাশয় জানান এদিনের ক্যাম্পে বহু মানুষের স্বাস্থ্য ও দন্ত পরীক্ষা করা হয়। প্রেসার মাপারও ব্যবস্থা ছিল এ দিনের শিবিরে। তারা ভবিষ্যতে এই ক্লাবে আরও স্বাস্থ্য শিবির করতে আগ্রহী।