কালিয়াগঞ্জ ব্লকের ভুরকুট পাড়ায় উৎসাহ উদ্দীপনার মধ্য হুল দিবসের অনুষ্ঠানে
1 min readকালিয়াগঞ্জ ব্লকের ভুরকুট পাড়ায় উৎসাহ উদ্দীপনার মধ্য হুল দিবসের অনুষ্ঠানে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১জুলাই:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের ভুরকুট পাড়ায় অনুষ্ঠিত হল হুল দিবসের অনুষ্ঠান।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,তৃণমূল দলের কালিয়া গঞ্জের মহা সচিব বাপ্পা সরকার এবং কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস।
আদিবাসী সমাজের নিয়ম নীতি মেনে হুল দিবসে অনুষ্ঠিত হয় আদিবাসী নৃত্য।আদিবাসীদের নৃত্যের সাথে তাল মিলিয়ে কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকারকেও নৃত্যে অংশ গ্রহন করতে দেখা যায়।শুধু দীপা সরকারই নয় কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাসকে এবং ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য কেও আদিবাসী নৃত্যের সাথে মাদল বাজাতে দেখা যায়।হুল দিবসকে ঘিরে প্রচুর আদিবাসী সমাজের মানুষদের অংশ গ্রহন করতে দেখা যায়।এই দিন কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এবং ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যকে সরকারের বা রাজনৈতিক দলের মানুষের তকমা ঝেড়ে ফেলে আদিবাসীদের সাথে মিলে মিশে একাকার হয় যায় বলে জানা যায়।