ধনকোলে উপ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা
1 min readধনকোলে উপ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮জুন:গ্রামীণ স্বাস্থ্য ব্যাবস্থার প্রসারের উদ্যোগে ।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল অঞ্চলে ভেদাবাজার এলাকায় নুতন উপ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার
।তিনি বলেন এই উপ স্বাস্থ্য উদ্বোধনের ফলে এই এলাকার গর্ভবতী মা এবং শিশুরা এই স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সুযোগ সুবিধা এখন থেকে পাবেন উপস্থিতছিলেন কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ প্রকাশ বিশ্বাস,ধনকোল গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এলাকার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা সহ এলাকার গ্রাম্য স্বাস্থ্য কর্মীরা।
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন কালিয়াগঞ্জ ব্লকে মঙ্গলবার পাহারগাও এলাকায় আরো একটি উপ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন উদ্বোধন হয়।সেটি উদ্বোধন করেন কালিয়া গঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ।প্রকাশ,কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে অধিকাংশ সময়ই কালিয়া গঞ্জের মানুষ হাতের কাছে পায়না বলে অভিযোগ।