অবাক কান্ড কালিয়াগঞ্জের পৌরপতি রাম নিবাস সাহা বলতে পারলেন না কালিয়াগঞ্জ এর বিধায়ক কোন দলের?
1 min readঅবাক কান্ড কালিয়াগঞ্জের পৌরপতি রাম নিবাস সাহা বলতে পারলেন না কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় কোন দলের ?
তনময় চক্রবর্তী অবাক কান্ড। যে বিধায়কের নামে এত প্রশংসা করছেন কালিয়াগঞ্জ এর পৌরপতি রাম নিবাস সাহা। সেই পৌরপতি কোন দলের বিধায়ক সেটা কিন্তু তিনি বলতে পারলেন না। যা সত্যিই প্রশ্নবোধক চিহ্ন আবারো সামনে দাড় করিয়ে দিল। অর্থাৎ কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বর্তমানে কোন দলের বিধায়ক ? কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা বলতেই পারলেন না। তিনি সোজাসাপ্টা উত্তরে বললেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় কালিয়াগঞ্জ এর বিধায়ক।
তিনি কোন দল করেন তিনি জানেন না। কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি বলেন ,কালিয়াগঞ্জ এর উন্নয়নের জন্য পৌরসভা কে যথেষ্ট সহযোগিতা করছেন বিধায়ক সৌমেন রায়।। পৌরপতি বলেন কালিয়াগঞ্জের ডেভেলপমেন্টের জন্য তাকে কলকাতাতে পৌর মন্ত্রীর সাথে যেমন দেখা করিয়ে দিয়েছেন তেমনি বিভিন্ন দপ্তরে গিয়ে বিভিন্নভাবে কালিয়াগঞ্জবাসীর স্বার্থে কিভাবে উন্নয়নমূলক কাজ করা যায় তার দিক নির্দেশ দিয়ে তাকে সহযোগিতা করছেন। পৌরপতি বলেন, বিধায়ক যেমন কালিয়াগঞ্জের হাসপাতালের ব্যাপারে খুব সুন্দর ভাবে উদ্যোগী ভূমিকা পালন করছেন । তিনি বলেন খুব শীঘ্রই হাসপাতালের উন্নয়নে হয়তোবা টেন্ডার হতে পারে। পৌরপতি রাম নিবাস সাহা কে প্রশ্ন করা হয়েছিল বিধায়ক যখন কালিয়াগঞ্জ পৌরসভা কে বিভিন্নভাবে সহযোগিতা করছে উন্নয়নের জন্য তখন কালিয়াগঞ্জ এর বিধায়ক কোন দলের ? এই প্রশ্নের উত্তরে পৌরপতি বলেন , সেটা ওনার ব্যাপার। উনি বলবেন সেটা। সেটা আমি কি করে বলতে পারব। কথা প্রসঙ্গে তিনি একটু ঘুরিয়ে বলেন , দেখুন আমি যখন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান তখন সতেরো টা ওয়ার্ডের ই আমি চেয়ারম্যান। তেমনি উনি কালিয়াগঞ্জ বাসির বিধায়ক। কোন দলের বিধায়ক সেটা আমি বলতে পারছিনা। এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে নারাজ। কালিয়াগঞ্জ এর এমএলএ উনি। আমাদের সাথে আছে, আমাদের উন্নয়নের পথে আছেন। প্রতিবেদক এর প্রশ্ন ছিল তাহলে কি বলা যেতে পারে উনি তৃণমূল বিধায়ক। পরোক্ষে একটু ঘুরিয়ে পৌরপতি বলেন এমএলএ সাহেব তিনি নিজে জানেন কোন দলের বিধায়ক তিনি । আমার চেয়ে উনি ভাল বলতে পারবেন এটা।