December 23, 2024

সাংসদ দেবশ্রী চৌধুরী কালিয়াগঞ্জ পৌর সভায় বৈদ্যুতিক আলোর জন্য অর্থ বরাদ্দ করলেন

1 min read

সাংসদ দেবশ্রী চৌধুরী কালিয়াগঞ্জ পৌর সভায় বৈদ্যুতিক আলোর জন্য অর্থ বরাদ্দ করলেন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮জুন:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী,তার সাংসদ কোটার অর্থ থেকে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডের বিদ্যুতায়নের জন্য অর্থ অনুমোদন করলেন বলে জানা যায়।রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন কালিয়াগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা থাকলেও এমন অনেক এলাকা আছে যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এখনো হয়নি। তাই কালিয়াগঞ্জ পৌর সভার ১৭টি ওয়ার্ডের সেই সমস্ত স্থানের জন্য তিনি ২৫ টি হাই মাস্ট বৈদ্যুতিক আলোর জন্য অর্থ বরাদ্দ করেছেন।

তিনি জানান এক একটি হাই মাস্ট বৈদ্যুতিক আলোর জন্য ব্যয় হবে ৪ লক্ষ ৮৭হাজার টাকা। মোট ২৫টি হাই মাস্ট বৈদ্যুতিক আলোর জন্য ব্যয় হবে ১ কোটি ২১লক্ষ ৭৫ হাজার টাকা।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহাকে এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন উন্নয়নের দান যতই ক্ষুদ্র হোক তা আনন্দের। তাই তাকে অভিনন্দন।তিনি বলেন কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। আমরা সেটাই আশা করবো।উল্লেখ্য কালিয়াগঞ্জে প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী কাছে কালিয়াগঞ্জ বাসীর স্বার্থে এই হাইমাক্স এর জন্য আবেদন করেছিলেন।সেই আবেদনে সারা দিয়ে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী র এহেন উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় এনিয়ে কোন সন্দেহ নেই বলে জানান প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল।এখানে একটা কথা না বললেই নয় ক্ষমতার অলিন্দে না থেকেও মানুষের কাজ করার যদি ইচ্ছা থাকে কারো তাহলে কোন বাধাই বাধা হয়ে দাঁড়ায় না তা কিন্তু আবারও প্রমাণ করে দিলেন কালিয়াগঞ্জ এর প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল। এদিকে কালিয়াগঞ্জ এর সাধারণ নাগরিকরা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন আগামী দিনে প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পালের অক্লান্ত পরিশ্রমে এবং প্রচেষ্টার কালিয়াগঞ্জবাসী আরো অনেক বড় বড় কিছু উপহার পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *