January 11, 2025

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির আসনে আশীন হয়েই দীপা জানালেন একসাথে কাজ করি কাজ হারি জিতি নাহি লাজ।

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃ- রাজ্যের মুখ্যমন্ত্রীর
স্বপ্নের প্রকল্প গুলি আগামী দিনে
যাতে সঠিকভাবে সারা রাজ্যের সাথে
তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার
কালিয়াগঞ্জ বিভিন্ন গ্রামে রূপায়ন হয় তার
দিকে সবসময় লক্ষ রাখবেন
বলে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আশীন
হয়ে এই মন্তব্য করলেন
নবনির্বাচিত সভাপতি তৃণমূল কংগ্রেসের
দীপা সরকার



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি
বলেন একদিন স্বপ্ন ছিল
মানুষের হয়ে মানুষের পাশে
থেকে কিছু করার আজ
তার সেই স্বপ্ন বাস্তবায়ন
হলো তার স্বামী তরুণ
রাজনীতিবিদ বাপ্পা সরকারের হাত
ধরে


ফলে
আগামী দিনে মানুষের পাশে
থেকে সুখে দুখে সব
সময় তিনি কাজ করে
চলবে তিনি আরো বলেন
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে
রাজ্য জুড়ে উন্নয়নমূলক কাজ
করে চলছে তা এক
নজিরবিহীন কন্যাশ্রী থেকে যুবশ্রী সবুজ
সাথী থেকে নানান স্বপ্নের
প্রকল্প গুলি সুবিধা যাতে
কালিয়াগঞ্জ যে গ্রামের মানুষ
গুলো সঠিক ভাবে পায়  তার দিকে তিনি সর্বদা
লক্ষ্য রাখবে দীপা
দেবী বলেন এই কাজগুলো
করতে তিনি সব সময়
দলীয় নির্দেশ মেনে চলবেন সবাইকে
নিয়ে একসাথে চলে কালিয়াগঞ্জ
গ্রামের উন্নয়ন করাই হবে তার
একমাত্র লক্ষ্য একটাই বক্তব্য
একসাথে কাজ করি কাজ
হারি জিতি নাহি লাজ


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *