January 11, 2025

প্রত্যাশা মতই কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে তৃণমূলের দীপা সরকার নির্বাচিত হলেন–

1 min read

তপন চক্রবর্তী--উত্তর দিনাজপুর–শুক্রবার টানটান উত্তেজনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি পদে তৃণমূল দলের নির্বাচিত প্রতিনিধি দের মধ্য থেকেই নির্বাচিত করা হল।সভাপতি পদে  নির্বাচিত হলেন সদ্য রাজনীতিতে আসা দীপা সরকার এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন তৃণমূল দলের প্রাক্তন ব্লক সভাপতি তপন দেব সিংহ।প্রত্যাশা মত কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলেও ছিল টান টান উত্তেজনা।পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিডিও অফিস চত্তরে সাংবাদিকদের ছিলনা কোন প্রবেশ অধিকার।কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক সূচন্দন কর্মকারকে বিডিও অফিসের চত্তরে  ঢুকতে বাধা প্রদান করেন রায়গঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক।এ ব্যাপারে সাংবাদিকদের মধ্যে এক সময় প্রবল উত্তেজনা দেখা দেয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পুলিশ  প্রশাসনের অতিরিক্ত বাড়াবাড়ির কথা উত্তর দিনাজপুরের জেলা শাসক এবং পুলিস প্রশাসনকে  সাথে সাথে জানিয়ে দেওয়া হয়।পুলিশের বাড়াবাড়ির ঘটনা উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্রকেও  জানিয়ে দেওয়া হয়।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্ন্দ্র করে বিডিও অফিসের নিকটে থাকা কেন্দ্রীয় সড়কারের ন্যায্য মূল্যের ওষুধের দোকান  পর্যন্ত পুলিশ খুলতে দেয়নি।ফলে জীবনদায়ী ঔষধ কিনতে এসেও খালি হাতে অনেককে ফিরে যেতে হয়েছে বলে জানা যায়।জানা যায় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে সভাপতি পদের জন্য ভোট হলে দেখা যায় ১৩–১১ ভোটে সভাপতি ও   সহ-সভাপতি পদে তৃণমূল জয়ী হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বোর্ড গঠন হবার পর কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল,তৃণমূল কংগ্রেসের রাজ্যকমিটির সম্পাদক অসীম ঘোষ রাজু ঘোষকে দেখা গেলেও কালিয়াগঞ্জ পঞ্চায়ে সমিতির প্রাক্তন  সভাপতি নিতাই বৈশ্য ও  তৃণমূলের ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মাকে একবারের জন্যও  ধারে কাছে দেখা যায়নি।

 নবনির্বাচিত সভাপতি  দীপা সরকার এক প্রশ্নের উত্তরে বলেন  তিনি সবাইকে নিয়ে কালিয়াগঞ্জ ব্লকের উন্নয়ন করতে চান।তৃণমূল নেতা অসীম ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যাযের উন্নয়নের মন্ত্রে দীক্ষিত হয়ে তারা কালিয়াগঞ্জ ব্লকের উন্নয়ন করতে অঙ্গীকার বদ্ধ।চেয়ারম্যান কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের সাথে তাল মিলিয়ে তারা গ্রামের ব্যাপক উন্নয়ন ঘটাতে চান সবার সহযোগিতায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *