January 11, 2025

অঘোষিত বন্ধ কালিয়াগঞ্জ হাসপাতাল চত্বর , দীপা হলেন সভাপতি

1 min read



তন্ময় চক্রবত্তী ঃ-   উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত
সমিতির বোর্ড গঠনকে ঘিরে
নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা
হয় হাসপাতাল চত্বর ফলে
সেই হাসপাতাল পাড়া কার্যত বন্ধের
আকার ধারণ করে
বহুদূর দিয়ে পুলিশ ব্যারিগেট
দিয়ে ঘিরে রাখে
শুধু তাই নয় বিডিও
অফিস চত্বর যেহেতু হাসপাতাল
রয়েছে সেহেতু প্রচুর ওষুধের
দোকান সেখানে রয়েছে
কিন্তু আজ সকাল থেকে
পুলিশ সেই দোকান গুলিকে
বন্ধ করার কথা বলে
দোকানগুলি বন্ধ আজ সকাল
থেকে ফলে
গ্রামগঞ্জে থেকে আসা সাধারণ
রোগীদের আত্মীয়দের প্রচন্ড দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ
মানুষের বক্তব্য জনসাধারণের অসুবিধা কথা মাথায় রেখে
ওষুধের দোকান খোলা রাখা
উচিত ছিল কিন্তু
পুলিশ প্রশাসন সেদিকে লক্ষ না
দিয়ে সেগুলিকে বন্ধ রাখে ফলে
সাধারণ মানুষ ভীষণ ক্ষুব্ধ
পুলিশ প্রশাসনের উপরে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এদিকে  শান্তিপূর্নভাবেই বোর্ড গঠন হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির। সেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের বিডিও মহম্মদ জাকারিয়া। শুরু হয় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি নির্বাচন ও বোর্ড গঠনের কাজ। ২৪ আসনের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মধ্যে তৃনমূল কংগ্রেস পায় ১৩ টি, এবং বিজেপি পায় ১১ টি আসন। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তৃনমূল কংগ্রেস কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে। পঞ্চায়েত সমিতির সভাপতি হন দীপা সরকার এবং সহকারী সভাপতি হন তপন দেব সিংহ  কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পরই তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আনন্দ উৎসবে মেতে ওঠেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *