January 11, 2025

পাঁচটি পঞ্চায়েত সমিতির সব ক’টিতেই বোর্ড গড়ল তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলায়

1 min read

পাঁচটি পঞ্চায়েত
সমিতির সব ক
টিতেই
বোর্ড গড়ল তৃণমূল কংগ্রেস
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার । গতকাল রায়গঞ্জ মহকুমার
ইটাহার
, হেমতাবাদ
ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল। ইসলামপুর মহকুমার চাকুলিয়া ও
করণদিঘিতে এদিন বোর্ড গঠন হয়। প্রতিটি জায়গাতেই সভাপতি হয়েছেন শাসকদল তৃণমূল
কংগ্রেসের থেকেই । হেমতাবাদে সভাপতি নির্বাচন নিয়ে শাসকদলের অন্দরের মতবিরোধের
জেরে এলাকায় সামান্য উত্তেজনা ছড়ায়। চাকুলিয়ায় সিপিএমের নির্বাচিত সদস্যরা
ফরওয়ার্ড ব্লক প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলে ভোট দেওয়ায় রাজনৈতিক মহলে চর্চা উঠেছে।
রাজ্যে বাম জমানার অবসানের পর এবারই প্রথম এই পঞ্চায়েত সমিতি ফব

হাতছাড়া হল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ইটাহার পঞ্চায়েত সমিতির ৩৫টি আসনের মধ্যে ৩১টিই তৃণমূল
কংগ্রেস পেয়েছে। বিজেপি তিনটি ও সিপিএম একটি আসন জেতে। সেখানে আব্দুল সামাদ সভাপতি
নির্বাচিত হয়েছেন। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে ২৪টি আসনের মধ্যে তৃণমূল ১৩টি ও
বিজেপি ১১টি আসন পেয়েছে। এখানে সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূলের দীপা সরকার সভাপতি সভাপতি
নির্বাচিত হয়েছেন। হেমতাবাদ পঞ্চায়েত সমিতিতে ১৫টির আসনের মধ্যে ১৪টিই তৃণমূল
জিতেছে। একটি আসন বিজেপি পেয়েছে। এখানে তৃণমূল শেখরচন্দ্র রায়কে সভাপতি হিসাবে
মনোনীত করে। কিন্তু দলের কয়েকজন এর বিরোধিতা করায় এখানে ভোট হয়। আট-ছয় ভোটে
শেখরবাবুই সভাপতি নির্বাচিত হন। হেমতাবাদে সভাপতি পদ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর
বিবাদে সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। গণ্ডগোলের আশঙ্কায় সেখানে ব্যাপক পুলিস মোতায়ন
করা হয়। এলাকার দোকানপাটও এদিন বন্ধ ছিল। শেষ পর্যন্ত অবশ্য কোনও গণ্ডগোল আর
হয়নি। তৃণমূল কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি পূর্ণেন্দু দে বলেন
, হেমতাবাদে
সভাপতি পদে দলের প্রার্থী শেখরবাবুকে যাঁরা সমর্থন করেননি তাঁদের ব্যাপারে দল ভেবে
দেখবে।
 চাকুলিয়া
পঞ্চায়েত সমিতির ৩২টি আসনের মধ্যে তৃণমূলের ১৮টি
, সিপিএম পাঁচটি, ফরওয়ার্ড ব্লক চারটি, বিজেপি তিনটি এবং কংগ্রেস ও নির্দল একটি করে আসন পায়।
এদিন ফব সভাপতি পদে প্রার্থী দাঁড় করায়। কিন্তু বাম শরিক সিপিএমের সদস্যরা তাঁকে
সমর্থন না দিয়ে তৃণমূল প্রার্থীকে সমর্থন করেন। সিপিএম
, কংগ্রেস
ও নির্দলের সমর্থনে তৃণমূলের সভাপতি প্রার্থী সুবিস্তা সিং ২৫টি ভোট পেয়ে সভাপতি
নির্বচিত হন। করণদিঘিতে ৩৮টি আসনের মধ্যে তৃণমূল ১৮টি
, বিজেপি
১৫টি
, সিপিএম
ও কংগ্রেস দু
টি করে
ও ফরোয়ার্ড ব্লক একটি আসন পায়। এদিন বিজেপি বাদে কংগ্রেস
, সিপিএম
ও ফরোয়ার্ড ব্লকের প্রার্থীরা সভাপতি পদে তৃণমূলের কমরুল জামালকে সমর্থন করেন।
রাজনৈতিক মহলের একাংশ বলছে
, এদিনের
পর চাকুলিয়া ও করণদিঘিতে সিপিএম ধুয়েমুছে শেষ হয়ে গেল।
সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, আগামীতে
দলের টিকিট দেওয়ার ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *