January 11, 2025

উত্তর দিনাজপুর জেলায় এসেই তিনি নিজের কর্ম দক্ষতার পরিচয় দিলেন নতুন পুলিশ সুপার সুমিত কুমার

1 min read
তন্ময়  চক্রবত্তী ,  বিনোদ রুণ্টা ঃ-  উত্তর দিনাজপুর জেলায় এসেই তিনি নিজের কর্ম দক্ষতার পরিচয় দিলেন। দেখিয়ে দিলেন পুলিশ কোন অপরাধের কাছে মাথা পাতে সয়না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তাই ইটাহারের ঘটনার আসল অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানায় ম্যারাথন ভিজিটের পর এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলার নতুন পুলিশ সুপার সুমিত কুমার। তিনি বলেন জেলায় অপরাধে রুখতে প্রতিটি থানার পুলিশ কর্মীরাই যথেষ্ট ভালো কাজ করে চলছেন, আগামী দিনে তা করে যাবেন। 
সকল পুলিশের মিলিত প্রচেষ্টায় এই জেলা অপরাধ মুক্ত জেলা হিসেবে আগামী দিনে স্থান পাবে বলে তার দৃড় বিশ্বাস। পুলিশ সুপার বলেন জেলায় যারা অপরাধমূলক কাজ করবে তাদের সঙ্গে পুলিশ প্রশাসন কোন আপস করবে না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এখাণে অপরাধের কোন জায়গা নেই ।  তাই বর্তমানে জেলা জুড়ে  পুলিশকর্মীরা রাতদিন সজাগ আছেন। তিনি আরো বলেন  জেলা জুড়ে ইতিমধ্যে পুলিশের টহলদারি ও নজরদারি আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এদিন কালিয়াগঞ্জ থানা হঠাৎ পরিদর্শন করতে এসে কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সবকিছু ঠিকঠাক আছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় কালিয়াগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি যথেষ্ট খুশি হয়েছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *