January 11, 2025

মানুষকে ঠকিয়ে নিজের উন্নয়ন করেছেন কালিয়াগঞ্জের ব্লক তৃণমূল সভাপতি দধীমোহন দেবশর্মা অভিযোগ করল বিজেপি

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়
চক্রবত্তী ঃ
– কালিয়াগঞ্জ গত পাঁচবছরে মানুষকে ঠকিয়ে নিজের উন্নয়ন
করেছেন কালিয়াগঞ্জের ব্লক তৃণমূল সভাপতি দধীমোহন দেবশর্মা ।
  বিগত  দিনে  তারই নির্দেশে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম
পঞ্চায়েতে যে সমস্ত কাজ হয়েছে তা মটেও ভালো হয় নি ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



 সব জায়গায় ব্যাপক দুনিতি
হয়েছে। আর তার ফলেই মানুষ আজ তাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে । আজ  কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি
দধীমোহন দেবশর্মার বিরুধে এমন  মন্তব্যই
করলেন বিজেপির কালিয়াগঞ্জ ব্লকের অবজারভার  রূপক রায়। তিনি বলেন আজ কালিয়াগঞ্জ ব্লকের
বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ঘুরে ঘুরে যেটা লক্ষ করলেন সেটা হল বিভিন্ন গ্রাম
পঞ্চায়েতে যে কাজ হয়েছে তা চেয়ে চার গুন টাকা খরচ হয়েছে। অথচ দেখা যায় কাজগুলো
অতি নিম্ন মাণের । তিনি আরো বলেন প্রধান দের সাথে দধীবাবু যোগসাজশে এই কাজগুলি করেছেন
গোপণভাবে।যে টাকায় তার নিজের  
উন্নয়ন  হয়েছে।  রূপক বাবূ আরও 
বলেন এতদিন দধীবাবূ গ্রামের উন্নয়নের পরিবর্তে নিজের উন্নয়নে ব্যস্ত
ছিলেন।তাই মানুষ তার জবাব দিয়েছে ভোট বাক্সে । রূপক বাবু বলেন আগামি কিছু দিনের
মধ্যে কালিয়াগঞ্জের তিনি এই সব দুর্নীতি বিরুধে  রুখে 
দারিয়ে যাতে সেগুলির ভিজিলান্স হয় সে ব্যাপারে   যথাসাধ্য 
চেষ্টা  করবেন । আর তখন ই আসল  মুখোশ খুলে যাবে  দধি বাবুর ।  জানা যায় আজ কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম
পঞ্চায়েতে নতুন প্রধান এবং উপপ্রধানরা  দায়িত্ব
বুঝে নেন আগামি দিনের জন্য।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *