প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির,
1 min read
সুবল গোপ বিধাননগর ৯ সেপ্টম্বর: চার ক্লাবের যৌথ উদ্যোগে বিধাননগর এলাকার মেজমান গছ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির,ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। চার ক্লাবের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন ৭ জন মহিলা সহ মোট ৬২ জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত শিলিগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আয়োজক সংস্থারা । রবিবারের এই স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু শিবিরে এলাকার শতাধিক দুস্থ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান বলে জানা গেছে। এই শিবিরের আয়োজক যৌথভাবে তোতাগছ ইয়ং ক্লাব, পারাগাছি সিধু কানহু ক্লাব, দেবীডাঙ্গা আদিবাসী ক্লাব ও রামকৃষ্ণ আদিবাসী স্পোর্টিং ক্লাব। চার ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে
ন সমাজসেবী বাপন দাস সহ এলাকার মানুষ।