January 11, 2025

বাউল কি শুধু গানের জন্যই

1 min read

রিয়া রায় :- বাউল
কি শুধু গানের জন্যই গান বাঁধেন নাকি বাউল গান সাধনার এক ইঙ্গিত বহন করে
? প্রত্যেক
মানুষের হৃদিমাঝে এক
অধরচাঁদ ” বাস করে , এখন প্রশ্ন হচ্ছে এই অধরচাঁদটি কি ? অধরচাঁদ
কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নয়
, এ যে এক অচিন পাখি চাইলেও যে এ
পাখিকে মনের খাঁচায় বন্দী করা যায় না
, বাউল যে এ পাখিকে তার হৃদপিঞ্জরে ধরে
রাখার নিরন্তর চেষ্টায়
বাউল সাধনায় মত্ত।। তাইতো বাউল গান বেঁধেছে – তারে ধরতে পারলে
মনবেরি দিতাম পাখির পায়
, কেমনে আসে যায়?অনেকের মতে , এই
অধরচাঁদ নাকি বিশ্বদেবতা
,বাউল তার দেহমধ্যে এই বিশ্বদেবতাকে অনুভব করতে পারলেই নাকি
সাধকের নির্বান মুক্তি লাভ হয় ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 আসল বিষয় হচ্ছে শুধুমাত্র জীবিকার উদ্দেশ্যে বাউল
নয়
, সীমাবদ্ধ
জড়সত্তাকে বিনাশ করে দেহে প্রান ফিরে পাওয়াই বাউল সাধনার মূল কথা
, নিজের
জীবন অন্বেষন করাই বাউল
, মনের মানুষের সন্ধান করাই বাউল । শুধুমাত্র
পূজা
, রোজনামচা
, কাশী-কাবা
এসব করলেই কি বিশ্বদেবতার সন্ধান পাওয়া যায়
? তাই তো বাউল গান ধরেছে – শুধু
কি আল্লা বলে ডাকলে তারে পাবি ওরে মন পাগলা
? কতজন হরি বলে মারে তালি , নেচে
গায় হয় মাতেলা ।।
কতজন হয়ে উদাসী তীর্থবাসী মক্কাতে দিয়েছে মেলা ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কেউ
বা মসজিদে বসে তার উদ্দেশ্যে সদায় করে আল্লা।।
ও ভাই তবুও কি আল্লা তারে দেয় ধরা ? দেহ
মন প্রাণ সব এক করলে তবেই যে বাউল হওয়া যায়
, সাধনার বশবর্তী হতে হয় বাউল হতে
গেলে। বহুকাল আগে বাউলেরা যেমন আত্মতত্ত্বকথাকে সুন্দর উপমা দিয়ে সাজিয়ে ব্যাখা
করতেন তেমনি আধুনিককালের বাউলেরা আবার আধুনিক কালের রূপক ব্যবহার করে গান বাঁধেন
যথা –
গার্ড
হয়েছেন নিতাই আমার শ্রীঅদ্বৈত ইঞ্জিনিয়ার
আবার কেউ বলেছেন – সাইকেলের
দুদিক চাকা মধ্য ফাঁকা
, ওরে ভাই চাঁপতে হবে ঠ্যাং তুলে , আয়
আয় চড়বি কে ভাই কলির সাইকেলে
।। – এসব কথা সুর যুগের সাথে পরিবর্তনশীল , কিন্তু
সাধনা তো আসে অন্তর থেকে তা নইলে যে মনের মানুষের সন্ধান পাওয়া বড়ই দায় ঐ যে বাউল
বলে – সে যে আমার আমার আমার বলে আমার হয়ে আর হলোনা
, একবার ধরতে
পারলে মনের মানুষ চলে যেতে আর দিওনা।। – তাই তো আমি মনে করি – বাউল শুধু গানের
জন্য গান বাঁধেনা
, সে যে জীবন অন্বেষনের জন্য গান ধরে।মনের
হদিস কেইবা জানে কিযে থাকে মনের ঘরে
, কেউ জানে কেউ জানে না সেও জানেনা যে
ধারন করে ধারন করে ।।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *