January 11, 2025

শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ– শুধু এলাকার
উন্নয়নে নয় এবার এলাকার শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে এগিয়ে এল উত্তর দিনাজপুর
জেলা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল। আজ সেই লক্ষ্যে তিনি  রাজ্যের কৃষি ও কারিগরি শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসুর হাতে একটি
প্রস্তাব দেন যাতে আগামী দিনে কালিয়াগঞ্জ এর সাহাপাড়ার আই টি আই কলেজ কে দ্রুত
পলেটেকনিক
 কলেজে উন্নতি করা যায় ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কৃষি ও কারিগরি শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসুর সাথে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 মন্ত্রী তার  সঙ্গে এ ব্যাপারে প্রায় এক
ঘণ্টা আলোচনা করার পর জানান শীঘ্রই এ ব্যাপারে তিনি নিজে এখানে এসে এ ব্যাপারে
উপযুক্ত ব্যবস্থা নিবেন । এদিকে দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ শহরের বুকে আই টি আই
কলেজ থাকলেও এখানকার ছেলে  মেয়েদের যেতে
হয় রায়গঞ্জ পলেটেকনিক কলেজে পড়াশোনা করতে কারণ কালিয়াগঞ্জ এর আই টি আই কলেজে  যে বিভাগ চালু আছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল


এদিকে মন্ত্রীর কাছে কালিয়াগঞ্জ এর আইটিআই কলেজ কে পলেটেকনিক কলেজে রূপান্তরিত
করার প্রস্তাব পৌরপতি দেওয়ার খবর চাউর হতেই শহরের শিক্ষানুরাগী মানুষদের মধ্যে
খুশির আমেজ দেখা যায়।তারা বলেন তিনি   যে শুধু রাস্তাঘাট, ড্রেন, আলোর  দিকেই  নজর 
দেন না  মুখ্য মন্ত্রীর
অনুপ্রেরণায় শহরের শিক্ষা ব্যবস্থার  উন্নয়নের দিকেও 
যে পৌরপতি খেয়াল রাখছেন তা আজকের ভূমিকা থেকেই স্পষ্ট। সাধারণ মানুষরা বলেন
কালিয়াগঞ্জে   পলেটেকনিক কলেজ হলে প্রচুর ছাত্রছাত্রীরা উপকৃত
হবে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 কারন প্রচুর গরীব ঘরের ছেলেমেয়েদের প্রতিদিন বাসে ভারা দিয়ে যেতে  হয় রায়গঞ্জে । এতে তাদের ভীষণ  অসুবিধা হয়।এখন এই পলেটেকনিক কলেজ এখানে হলে এই
সমস্যা আর থাকবে না ।  তাছাড়া  হেমতাবাদ পাশে দক্ষিণ দিনাজপুরের  হরিরামপুর ,বংশিহারি মালদা জেলার মিলে কিছু ব্লক
এর ছাত্র ছাত্রীরা খুব উপকৃত  হবে। তিনি
আরও জানান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন একটি জায়গার গুরুত্বকে অনেকটাই বাড়িয়ে দেয়
আর সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেভাবে উদ্যোগী হলেন  রাজ্যের কারিগরি মন্ত্রীর সাথে দেখা করে
কালিয়াগঞ্জ এর পৌরপতি কালিয়াগঞ্জ আই টি আই কলেজ কে পলিটেকনিক কলেজ উন্নতিকরণের
লক্ষ্যে তা  এক সাহসী পদক্ষেপ ।সাধারন
মানুষরা  আরও বলেন  যেভাবে পৌরপতি আমআদমির কথা ভেবে সব ব্যাপারে
সবার আগে উদ্যোগ নিচ্ছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার
পৌরপতি  কার্তিক পাল বলেন তার স্বপ্ন
কালিয়াগঞ্জের  সার্বিক উন্নয়ন তাই
সার্বিক উন্নয়ন করতে গেলে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ঘটানো দরকার আর সেই লক্ষে
রাজ্যের মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণায় তিনি আজ কাজ করে চলছেন । তিনি বলেন আজ
কারিগরি শিক্ষা মন্ত্রীর সঙ্গে তার যথেষ্ট ভালো কথা হয়েছে কালিয়াগঞ্জ আইটিআই
কলেজ কে পলিটেকনিক কলেজে  করার ব্যাপারে
কর্ণজোড়া সার্কিট হাউসে ।তিনি বলেন কালিয়াগঞ্জ আইটিআই কলেজ পলিটেকনিক কলেজে  রূপান্তরিত  হলে এলাকার যেমন উচ্চ শিক্ষা দ্বার  খুলে যাবে তেমনই পার্শ্ববর্তী এলাকার বহু
ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে। তাই তারা আশা
এই আইটিআই কলেজ কে খুব শীঘ্রই রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রীর  উদ্যোগে  পলিটেকনিক কলেজে করা হবে ।  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *