বেলুড় ভরসা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বস্ত্রবিতরণ,কেরলের বন্যাত্রানে মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিলে আর্থিক সাহায্য:
1 min read
কৌশিক ঘোষ,হাওড়া: রবিবার সন্ধ্যায় বেলুড় ভরসা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এলাকার একশোজন দুস্থ মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয় ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কেরলের বন্যাত্রানে ক্ষতি গ্রস্থদের জন্য আর্থিক সাহায্য করেন বেলুড় ভরসা ওয়েলফেয়ার সোসাইটির কর্নধার পৌরপিতা পল্টু বনিক। এই অনুষ্ঠানে সাংসদ প্রসূন ব্যানার্জী, মন্ত্রী অরুপ রায়, বিধায়ক বৈশালি ডালমিয়া, সমাজসেবী ক্রীড়িপ্রেমী কার্ত্তিক ব্যানার্জী, আইনজীবী মদন ব্যানার্জী, হাওড়া পৌরনিগমের চ্যেয়ারম্যান অরবিন্দ গুহ,হাওড়া পৌরনিগমের মেয়রপারিসদ ভাস্কর ভট্রাচার্য, শান্তনু ব্যানার্জী, পৌরপিতা পল্টু বনিক সহ হাওড়া পৌরনিগমের অন্যান্য পৌরপ্রতিনীধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী অরুপ রায় ও সাংসদ প্রসূন ব্যানার্জী এর হাতে বেলুড় ভরসা ওয়েলফেয়ার সোসাইটির কর্নধার পৌরপিতা পল্টু বনিক দশ হাজার করে মোট একুশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কেরলের বন্যাত্রানে সাহায্যর জন্য দান করেন। অন্য একটি সংগঠনের ও মোট দশ হাজার টাকা মন্ত্রী ও সংসদের হাতে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেন। সোসাইটির উদ্যোগে কৈশিকী আমাবস্যা উপলক্ষে রক্ষাকালী পূজা ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। বাউলগান ও বিভিন্ন সংগীত শিল্পীদের গান সকলকে মুগ্ধ করে। মন্ত্রী অরুপ রায় সোসাইটি এর এইরকম সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন। সাংসদ প্রসূন ব্যানার্জী এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।