সমসপুর সোপান বিদ্যানিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সমাসপুর সোপান বিদ্যা নিকেতনের অস্টম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে দশটায় জাতীয়সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট কবি নৃপেন্দ্রনাথ মহন্ত প্রধান অতিথি এবংউত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোখতার আলি সর্দার বিশেষ অতিথির আসন অলংকৃত করেন।অনুষ্ঠানে ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিদ্যানিকেতনের কৃতীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।সোপানের বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ,নৃত্য, স্বরচিত কবিতা পাঠ,আবৃত্তি পাঠের পর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা একটি নাটক মঞ্চস্থ হয়। সমগ্র অনুষ্ঠানটি শ্রোতা ও দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে বলে জানা যায়। সারাদিনব্যাপী চলা অনুষ্ঠানে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানস্থলটি যেন মিলন মেলার চেহারা নেয়।