মহা ষষ্ঠী দিনে কুনোর অনাথ আশ্রমের শিশুদের পাশে দাঁড়ালো স্বপ্নতরী
1 min read
তন্ময় চক্রবত্তী –উত্তর দিনাজপুর– সোমবার মহা ষষ্ঠীর দিন সকালে তরঙ্গ পুর স্বপ্নতরীর সদস্যরা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের কুনোরের সি এন সি পি বয়েস হোমের অনাথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করলে অনাথ আশ্রমের ২১জন শিশু আনন্দে আত্মহারা হয়ে যায় নতুন জামা প্যান্ট হাতে পেয়ে।স্বপ্নতরী সংস্থার সদস্যরা অনাথ আশ্রমের শিশুদের শুধু নুতন বস্ত্র দিয়েই বসে থাকেনি।
ছবি ঃ- তুফান মহন্ত
এই সংস্থার সদস্যরা কুনোর সি এন সি পির ২১জন অনাথ শিশুদের নিয়ে মহাষষ্ঠীর দিন বিভিন্ন পুজা মন্ডপে মন্ডপে নিয়ে গিয়ে প্রতিমা দর্শনের ব্যবস্থা করলে অনাথ শিশুদের দল আনন্দে মেতে ওঠে।স্বপ্নতরী সমাজ সেবা সংস্থার অন্যতম সদস্য রাকেশ ঘোষ কুনাল ঘোষ বলেন পূজার আনন্দে অনাথ আশ্রমের শিশুরা সামিল হবেনা এটা কি করে হতে পারে।রাকেশ ঘোষ জানায় তাদের স্বপ্নতরীর মাধ্যমে সোমবার রাতে অনাথ শিশুদের পেটপুরে খাবার ব্যবস্থারও আয়োজন করা হয়েছে বলে জানান।এই কর্মযজ্ঞে সপ্নতরীর অন্যন্য সদস্যদের মধ্যে ছিলেন নয়ন পাল,অংশুমান ঘোষ,শুভঙ্কর কুন্ডু এবং দীপঙ্কর কুন্ডু।
এই সি এন সি পি অনাথ হোমের ছেলেদের মধ্যে বাংলাদেশি এক শিশু সবুজ ব্যাপারি জানায় দাদারা আমাদের নিযে পূজার আনন্দে যে ভাবে মেতে উঠতে সাহায্য করলো তা মনে থাকবে।আমার মনেই হচ্ছেনা আমি বাংলা দেশে নেই।আমি যেন আমার দেশেই আছি মনে হচ্ছে।কুনোর সিএন সিপি বয়েজ হোমের সুপারেনটেন্ডেন্ট তপন কুমার মাইতি বলেন স্বপ্নতরীর সদস্যরা যে ভাবে হোমের ছেলেদের জামা কাপড়,ও ঠাকূড় দেখার ব্যবস্থা করলো আমরা সবাই খুশি।হোমের পক্ষ থেকে সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি।