খুঁদে প্রতিভাবান প্রশিক্ষণরত ফুটবল খেলোয়াড়দের জার্সি ও বল প্রদান
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–সোমবার মহা ষষ্ঠীর সকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের আলোক বর্তিকা ফুটবল খেলার উন্নয়নে ও ক্ষুদে ফুটবল প্রশিক্ষণরত খেলোয়াড় দের উৎসাহ জোগাতে ৩২জন খেলোয়াড়দের কালিয়াগঞ্জ কলেজ মাঠে জার্সি ও ৫টি বল প্রদান করে।কালিয়াগঞ্জ প্লে-ওয়ার্ল্ড কোচিং ক্যাম্পের ৩২জন ফুটবল প্রশিক্ষণরত ক্ষুদে খেলোয়ারেরা এই জার্সি ও বল পেয়ে প্রচন্ড খুশি বলে জানা যায়।
সমাজ সেবামূলক সংস্থা আলোকবর্তিকার সদস্য জয়ন্ত ব্যানার্জী জানান ১৯৮৯ সালে মাধ্যমিক পরীক্ষা দেবার পর তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।আমরা আমাদের বন্ধু ও বান্ধবীরা মিলে ফুটবল খেলায় উৎসাহ দিতে এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন বিশেষ করে ফুটবল খেলার উন্নয়নে তারা ছোট ছোট কিছু কাজ করতে চায়।ছোট কাজের মাধ্যমেও ক্ষুদে ক্ষুদে প্রশিক্ষণরত ফুটবল খেলোযারদের উৎসাহ দেবার জন্যই আজকে ফুটবল কোচিং ক্যাম্পের ছেলেদের জার্সি ও বল প্রদান করেন।অনুষ্ঠানে আলোকবর্তিকা সংস্থার অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে কুন্তল সরকার,বিশ্বজিৎ বণিক,সগ্রামী ভট্টাচার্য্য,মনিকা রায়,তপন সাহা ও বাবলি কুন্ডু।প্লে-ওয়ার্ল্ড কোচিং ক্যাম্পের প্রশিক্ষক তথা কর্নধার তরুণ গুহ বলেন আলোকবর্তিকার সদস্য সদস্যারা আজ যে ভাবে ক্ষুদে ফুটবল প্রশিক্ষণার্থীদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল তা এক কথায় এটা তাদের অভিনন্দন যোগ্য প্রয়াস।আমাদের প্লে-ওয়ার্ল্ড ফুটবল কোচিং ক্যাম্পের পক্ষ থেকে আলোকবর্তিকার সকল সদস্যদের অভিনন্দন জানাই।