শতবর্ষ প্রাচীন হেমতাবাদের বিষ্ণুপুর রাজা গোবিন্দ হাটে দুর্গা মেলা শুরু হলো
1 min read
সুচন্দন কর্মকার:- শতবর্ষ প্রাচীন হেমতাবাদের বিষ্ণুপুর রাজা গোবিন্দ হাটে দুর্গা মেলা শুরু হলো শুক্রবার। ঐতিহ্যবাহী এই মেলা চলবে তিনদিন। প্রতিবছর লক্ষ্মী পুজোর পর বিষ্ণুপুর হাট চত্বরে এই মেলার আয়োজন হয়।
ভারত -বাংলাদেশ সীমান্তের এই হেমতাবাদ বিষ্ণুপুর হাটে দুর্গা মেলা হয়ে আসছে স্বাধীনতার বহু আগে থেকেই। এদিন সন্ধ্যায় এই মেলার সূচনায় উপস্থিত ছিলেন এই বিষ্ণুপুর এলাকার গৃহবধূ তথা সভাধিপতি কবিতা বর্মন।
ছিলেন হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি প্রফুল্ল বর্মন, এলাকার জেলা পরিষদের সদস্য পম্পা পাল, জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল,ব্লক যুব তৃনমুল সভাপতি সাজাহান আলী, বিষ্ণুপুর পঞ্চায়েত প্রধান সাদ্দাম হোসেন প্রমুখ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনের মেলায় হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় সহ তৃনমুল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শতবর্ষ প্রাচীন বিষ্ণুপুর রাজা গোবিন্দ হাটে এই দুর্গা মেলায় এক সময় অবিভক্ত বাংলার বহু মানুষের ঢল নামত। এখন সেই সুদিন নেই, কিন্তু ৩ দিনের এই মেলায় এখনো আসে লক্ষাধিক মানুষ বলে জানা গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});