সমকামীদের নিয়ে তৈরি সিনেমায় অভিনয় করতে চলছেন সেলিনা জেটলি।
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দীর্ঘ সাত বছর পর বলিউডে ফিরছেন সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সম্প্রতি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের মা- মেয়ের সম্পর্ককে কেন্দ্রে করে একটি ছবি বানাচ্ছেন ”সিজন গ্রিটিংস”নামে । জানা গেছে, সিনেমাটির মূল বিষয়বস্তু এলজিবিটিকিউআইএ (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুয়ের অর কোয়েশ্চনিং অ্যান্ড ইন্টারসেক্স) আন্দোলন। মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এতে মেয়ের চরিত্রে অভিনয় করবেন সেলিনা। মায়ের চরিত্রে দেখা যাবে লিলেতে দুবেকে। এতে কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করবেন আজহার খান। গায়ক হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে। অ্যাসোর্টেড মোশন পিকচার্স ও এসএসআই এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটির শুটিং হবে কলকাতায়। সেলিনা জানান এই ছবির কাজ করতে তিনি খুব উত্সাহিত কারণ , ”তার প্রথম প্রেমিক ছিল গে। ১৬ বছর বয়সে তিনি যখন বুঝতে পারেন তার প্রেমিক আর পাঁচটা ছেলের থেকে আলাদা।সেলিনা আরো জানান সেলিনার প্রথম মেক-আপ আর্টিস্টও গে ছিলেন। এরপর থেকেই এলজিবিটি অ্যাকটিভিস্ট হিসেবে তিনি কাজ শুরু করেন।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});