হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে শুক্রবার বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল
1 min read
সুচন্দন কর্মকার :- হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে শুক্রবার বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। এদিন সন্ধ্যা ৬টায় হেমতাবাদ ব্লক অফিসের রূপাঙ্গন মঞ্চে এই বিজয়া সম্মেলনীর সূচনা হয়। সূচনায় উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি নৃপেন্দ্রনাথ মহন্ত, সম্পাদক মিহির দাসগুপ্ত, পবিত্র চক্রবর্তী ও অমিতাভ সেন চৌধুরী মতো মঞ্চের বিশিষ্টজনেরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের বিজয়া সন্মেলনীর মঞ্চে বিশেষ আকর্ষণ ছিল ছোটদের নাটক ভীম বধ ও বড়দের জন্য শ্রুতি নাটক বিবাহ বিচ্ছেদ মামলা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই দুই নাটকে অভিনয় করেন সংস্কৃতি মঞ্চের সদস্যরা। দুটি নাটকের পরিচালক ছিলেন মঞ্চের সম্পাদক মিহির দাসগুপ্ত। এই বিজয়া সন্মেলনীর সামিল হয়েছিল এলাকার বাসিন্দাদের সাথে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});