নিজের ঠেলাগাড়িতে তিন নাতি-নাতনিদের বসিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করছেন দাদু
1 min read
সুচন্দন কর্মকার :- নিজের ঠেলাগাড়িতে তিন নাতি-নাতনিদের বসিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করছেন দাদু। এমন দৃশ্য দেখে চমকে উঠলো মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জ শহরের মানুষ। ছোট্ট নাতি-নাতনিদের মাতৃ দর্শন করাতে কালিয়াগঞ্জের ব্যবসায়ী মহলে পরিচিত ঠেলা দাদুর এমন অভিনব ব্যবস্থা আলোচ্য বিষয় হয়ে উঠছে শহরে। এই ঠেলাদাদুর আসল নাম ক্ষিতিষ দেবশর্মা। শহরের ধনকৈল এলাকার বাসিন্দা এই ক্ষিতিশবাবুর বয়স এখন ৮০ ঘড়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বার্ধক্যের ছোঁয়াতে শরীর ভেঙেছে। কিন্তু মনের তারুণ্য এখনো অটুট ঠেলাদাদুর। তাই এখনো নিয়মিত কালিয়াগঞ্জের রাস্তায় দেখা যায় ঠেলাগাড়িতে পণ্য পরিবহনে যুক্ত এই মানুষটিকে। তার গাড়িতে মঙ্গলবার দুপুরে ছোট্ট শিশুদের দেখে তাই চমকে উঠল শহরের মানুষ। দুপুরের রোদে যাতে শিশুদের কষ্ট না হয় তার জন্য পলিথিনের অস্থায়ী ছাউনি এবং বসার জন্য গদি বিছানার ব্যবস্থা করে নাতি নাতনীদের নিয়ে এদিন শ্যামা মায়ের দর্শনে বেড়িয়ে ছিলেন ঠেলাদাদু। দুপুরের নির্জনতার সুযোগে নিজের প্রিয় ঠেলাগাড়িতে সওয়ারি নাতি-নাতনিদের চাঁপিয়ে ঠেলাদাদু পৌঁছলেন একের পর এক মন্ডপে। অবাক করা এই মাতৃ দর্শনের পদ্ধতি দেখে হতবাক অনেকেই মেতে উঠলেন আলোচনায়। পরিচিত মানুষদের অনেকেই এগিয়ে গিয়ে ঠেলাদাদুর কাছে জানার চেষ্টা করলেন শিশুদের পরিচয়। এতেই জানা গেল প্রিয় নাতি-নাতনিদের নিয়ে মাতৃ দর্শনের কথা। ৩-৪ বছর বয়সী এই নাতি-নাতনিদের পক্ষে সন্ধ্যারাতে ঠাকুর দেখা কিছুটা সমস্যার।একে ভীড়ের সমস্যা, দুই পায়ে হেঁটে মণ্ডপে মণ্ডপে যাওয়ার সমস্যা। তাই এদের নিয়ে দুপুরে বেড়িয়ে পড়া। টোটো চেঁপে মণ্ডপে মণ্ডপে যেতে অনেক টাকা লাগবে। তাই নিজের রোজগাড়ের হাতিয়ার প্রিয় ঠেলাগাড়িকে সাজিয়ে তাতেই নাতি-নাতনিদের চাঁপিয়ে রাস্তায় বেড়িয়ে পড়া। নিজের হাতে ঠেলাগাড়ি নিয়ে এই মন্ডপ থেকে ও মণ্ডপে পৌঁছে মাতৃ দর্শনের এমন আনন্দ আর কোথা পাই বলছেন ক্ষিতিষ দেবশর্মা। অন্যদিকে সোমবার থেকে শুরু হয়ে গেছে আলোর উৎসব দীপাবলি। সন্ধ্যা নামতেই ছোটবড় শ্যামাপুজো মন্ডপগুলির সাথে মানুষের ঢল নামে কালিয়াগঞ্জ এর প্রসিদ্ধ বয়রা কালী মন্দির প্রাঙ্গণে। যে ভিড় সামাল দিতে পুলিশকে হিমসিম খেতে হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});