কালিয়াগঞ্জে মা বয়রা কালীর প্রসাদ নিতে হাজার হাজার ভক্তদের ভীড়
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের জাগ্রত মা বয়রা কালীর দর্শন পাবার জন্য যেমন হাজার হাজার দর্শনার্থীদের ভীড় হয়,তেমনি মায়ের একটু প্রসাদ পাবার জন্য পূজা শেষে সকাল থেকেই ভীড় জমে মন্দির প্রাঙ্গনে।
মন্দির প্রাঙ্গনে প্রতি ব্যাচে ৬/৭টি লাইনে বসিয়ে ভক্তবৃন্দদের প্রসাদ দেবার ব্যবস্থ্যা করে মন্দির কমিটি।বুধবার রাত্রি ১০ টা পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ প্রসাদ নিয়ে যায়। রাত্রি যতই হোক সবাইকে মায়ের প্রসাদ দেওয়া হবে বলে বারবার মাইকে আবেদন জানানো হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মন্দির কমিটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র বলেন বুধবার অনেক রাত পর্যন্ত মা বয়রা কালীকে দেখবার জন্য ব্যাপক মানুষের সমাগম হয়।
সর্ব ধর্মের মানুষের সমাগমে মন্দির প্রাঙ্গণ যেন তীর্থ ক্ষেত্রে পরিণত হয়।কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন ছিল যথেষ্ট তৎপর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় বলেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে কালিয়াগঞ্জ শহরে কালীপূজা সমাপন হয়েছে।কোথাও কোন রকম গন্ডগোলের খবর নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});