January 10, 2025

ভ্রমণ পিপাসু মানুষদের সাধ পূরণ করতে এগিয়ে এলো কালিয়াগঞ্জের ত্রিধারা সংঘ

1 min read

তন্ময় চক্রবর্তী ও তুফান
মহন্ত ঃ-
  
ভ্রমণ পিপাসু মানুষদের
অনেকেই ইচ্ছা জাগে দেশ  দুনিয়া ঘুরতে ।  কিন্তু ইছা  
 থাকলেও অনেক সময়
সাধ্য হয়ে ওঠে না আর্থিক কারণে।  কিন্তু
আর চিন্তা নেই আপনাদের পাশে এবার হাজির কালিয়াগঞ্জের ত্রিধারা  সংঘে ।তারাই এবার আপনাদের দর্শন করিয়ে দিবে
রাজস্থানের দিলওয়ারা মন্দির । সত্যি এই দর্শন না করলে আপনি জীবনের অনেক কিছুই মিস
করবেন।  কারণ দিলওয়ারা মন্দির এর সামনে যে
স্বয়ং মহাদেব হাজির ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আরে মহাদেব সচারাচর দাঁড়িয়ে থাকে না কোন জায়গায়।  এবার  সেই মহাদেব হাজির দিলওয়ারা মন্দির পাহারা দিতে।
 তাই আর দেরি করছেন কেন চলে আসুন না আজই এই
মন্দিরে।
উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের  তথা কালিয়াগঞ্জের হাতে গোনা কয়েকটি শ্যামা পূজার অন্যতম
পূজা কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার ত্রিধারা ক্লাবের শ্যামা পূজা।ত্রিধারা ক্লাব
প্রতি বছরই শ্যামা পূজায় কালিয়াগঞ্জের আপামর জনসাধারণকে
  নতুন কিছু করে দেখাবার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে শহর
বাসীদের আনন্দ দিতে ।এবারেও তার কোন খামতি নেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



কালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাবের
সম্পাদক তথা
  বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার বলেন এবারের শ্যামা
পূজায় তারা রাজস্থানের বিখ্যাত দিলওয়ার মন্দিরের আদলে মন্দির সকলকে ভীষণ আনন্দ
দিচ্ছে ।আর এই মন্দির দেখতে এখন ভীষণ ভিড় মন্দির প্রাঙ্গনে।  শুধু কালিয়াগঞ্জ বা রায়গঞ্জের সাধারণ মানুষরাই
আসেনি এই মন্দির দর্শন করতে এসেছে শুধু চেন্নাই ও দিল্লি থেকেও বহু মানুষ।সুজিত
বাবু বলেন বরাবরই ত্রিধারা ক্লাব কালী পুজোর সময় মানুষকে নানান রকম উপহার দিয়ে
থাকে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 পুজোর মাধ্যমে একদিকে যেমন তারা মণ্ডপ সজ্জায় নজর দেন, তেমনই আলোকসজ্জা ও
প্রতিমাতেও  থাকে  তাদের বিশেষত্ব প্রতিবছরই । এবছর তার থেকে কোন
ব্যাতিক্রম হয়নি।  পাশাপাশি পুজো প্রাঙ্গণে
সামনে মঞ্চ
করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হচ্ছে এবার ও


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *