January 9, 2025

দীর্ঘ ৩ মাস পর দায়িত্ব ফিরে পেলেন চোপড়া ব্লকের তৃণমূলের ৩ নেতা

1 min read

দীর্ঘ ৩ মাস পর দায়িত্ব ফিরে পেলেন চোপড়া ব্লকের তৃণমূলের ৩ নেতা

রাকেশ রায় ঃ- দীর্ঘ ৩  মাস পর দায়িত্ব ফিরে পেলেন চোপড়া ব্লকের তৃণমূলের ৩ নেতাচোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানের দায়িত্ব ফিরে পেলেন। দলীয়ভাবে ইস্তফা দিতে বাধ্য করানো হলেও অবশেষে তিন মাস পর দলীয় সিদ্ধান্তে তাঁদের আবার পুনরায় সেই দায়িত্বে বসানো হলো ।

বুধবার তাঁরা দায়িত্বভার গ্রহণ করলেন। এই খুশিতে এদিন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিনের সমর্থকরা বাজনা নিয়ে রীতিমতো মিছিল করে সবুজ আবির খেলে পঞ্চায়েত সমিতির দপ্তরে পৌঁছোন।তৃণমূল কংগ্রেস পরিচালিত মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান শহর বানু ও উপপ্রধান বিশ্বজিৎ সিংহ চোপড়া ব্লক প্রশাসনের কাছে পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।

অবশেষে নাটকীয় মোড়ের অবসান হল। এদিন ফের তাঁদের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হল। উল্লেখ্য, প্রধান ও উপপ্রধান না থাকায় গত তিন মাসে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পরিষেবা বেহাল হয়ে পড়েছিল । দুয়ারে সরকার কর্মসূচির শিবির সামলাতে হিমশিম খেতে হতো পঞ্চায়েত কতৃপক্ষের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..