এবার বিশ্বভারতীর আন্দোলন রত ছাত্র ছাত্রীদের পাশে বাম ছাত্র সংগঠন এস এফ আই
1 min readএবার বিশ্বভারতীর আন্দোলন রত ছাত্র ছাত্রীদের পাশে বাম ছাত্র সংগঠন এস এফ আই
দিব্যেন্দু গোস্বামী বীরভূম এবার বিশ্বভারতীর আন্দোলন রত ছাত্র ছাত্রীদের পাশে বাম ছাত্র সংগঠন এস এফ আই। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতনে এলেন বাম ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ঐশী ঘোষ, বললেন ‘অন্যান্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিশ্বভারতীকেও নিয়ন্ত্রণ করছে আর এস এস-বিজেপি।
‘ মঙ্গলবার দুপুরে তাঁরা আসেন শান্তিনিকেতনে, আর সেখানে পারেখেই উপাচার্যের বাসস্থানের সামনে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাসও দেওয়া হয় তাদের পক্ষ থেকে।ঐশী ঘোষ বলেন, “সারাদেশের সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যা হচ্ছে একই ছবি বিশ্বভারতীতে।
এখানকার উপাচার্য আরএসএস বিজেপির নির্দেশমতো কাজ করছেন। এখানকার উপাচার্য কে আরএসএসের শাখা পরিচালক বলে মনে হচ্ছে যেন নাগপুর থেকে যা নির্দেশ পাচ্ছেন সেই নির্দেশ মত কাজ করছেন তিনি। সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক মানসিকতায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে পরিচালনা করা হচ্ছে।