এখনই কালিয়াগঞ্জ ভবন কলকাতায় হচ্ছে না বলে জানালেন কালিয়াগঞ্জের বিরোধী দলনেতা অরুণ দে সরকার
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের
বহু মানুষদের কে চিকিৎসা সহ
বিভিন্ন কাজে যেতে হয় প্রায়সই কলকাতায় । কিন্তু কলকাতায় গিয়ে ঠিক থাক থাকার
জায়গা তারা পায় না ।বহু সময় তাদের নাজেহাল হতে হয় ।
বহু মানুষদের কে চিকিৎসা সহ
বিভিন্ন কাজে যেতে হয় প্রায়সই কলকাতায় । কিন্তু কলকাতায় গিয়ে ঠিক থাক থাকার
জায়গা তারা পায় না ।বহু সময় তাদের নাজেহাল হতে হয় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই প্রয়োজনীয়তার কথা মাথায়
রেখে কালিয়াগঞ্জ পৌরসভা কলকাতায় একটি
কালিয়াগঞ্জ ভবন নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল বেশ কয়েক মাস আগে থেকে । কিন্তু
এখন পথের কাটা হয়ে দাঁড়িয়েছে নাকি পাশ্ববর্তী
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা বলে এক সাক্ষাৎকারে জানান কালিয়াগঞ্জ পৌরসভার বিরোধী
দলনেতা তথা প্রাক্তন চেয়ারম্যান অরুন দে সরকার । তিনি বলেন সম্প্রতি কালিয়াগঞ্জ
পৌরসভাকে রাজ্য পৌরদপ্তর জানিয়েছে এ ব্যাপারে এখন ই কলকাতায় জায়গা দেওয়া সম্ভব
হচ্ছে না। কারন এখন যদি কালিয়াগঞ্জ কে দিতে হয় জায়গা তাহলে গঙ্গারামপুর কেও দিতে
হবে জায়গা।এত জায়গা এই মুহূতে দেওয়া সম্ভব নয় ।গতকাল কালিয়াগঞ্জ পৌরসভার বোর্ড অফ
কাউন্সিলর দের নিয়ে একটা আলোচনার সময় এমন কথায় তাদের জানান পৌরসভার চেয়ারম্যান
কাতিক চন্দ্র পাল বলে জানান ।
রেখে কালিয়াগঞ্জ পৌরসভা কলকাতায় একটি
কালিয়াগঞ্জ ভবন নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল বেশ কয়েক মাস আগে থেকে । কিন্তু
এখন পথের কাটা হয়ে দাঁড়িয়েছে নাকি পাশ্ববর্তী
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা বলে এক সাক্ষাৎকারে জানান কালিয়াগঞ্জ পৌরসভার বিরোধী
দলনেতা তথা প্রাক্তন চেয়ারম্যান অরুন দে সরকার । তিনি বলেন সম্প্রতি কালিয়াগঞ্জ
পৌরসভাকে রাজ্য পৌরদপ্তর জানিয়েছে এ ব্যাপারে এখন ই কলকাতায় জায়গা দেওয়া সম্ভব
হচ্ছে না। কারন এখন যদি কালিয়াগঞ্জ কে দিতে হয় জায়গা তাহলে গঙ্গারামপুর কেও দিতে
হবে জায়গা।এত জায়গা এই মুহূতে দেওয়া সম্ভব নয় ।গতকাল কালিয়াগঞ্জ পৌরসভার বোর্ড অফ
কাউন্সিলর দের নিয়ে একটা আলোচনার সময় এমন কথায় তাদের জানান পৌরসভার চেয়ারম্যান
কাতিক চন্দ্র পাল বলে জানান ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});