টানটান উত্তেজনার মধ্যে দ.দিনাজপুর জেলা প্রেস ক্লাবকে হারিয়ে অমৃতখন্ড সংঘ জয়ের স্বাদ পেল
1 min read
–
তুহিন শুভ্র মন্ডল-বালুরঘাট :- পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত নদী উৎসবকে কেন্দ্র করে ক্রিকেট খেলায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবকে হারিয়ে অমৃতখন্ড সংঘ জয়ের গৌরব অর্জন করলো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবিভক্ত পশ্চিম দিনাজপুরেও এই একটিই প্রেস ক্লাব অবস্থিত ছিল বালুরঘাটে।ঊনিশশো সাতাত্তর সালে গঠিত এই প্রেস ক্লাবের সঙ্গে কত বিশিষ্ট সব নাম!নিয়মিত খবর পরিবেশনের দায়বদ্ধতার সাথে সাথে সামাজিক বিভিন্ন কাজেও দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব অগ্রবর্তী একটি নাম।গতবছর ভয়ংকর বন্যার সময়ও এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।খেলাধূলা বিশেষ করে ক্রিকেট খেলাতেও এই ক্লাবের বরাবরের উৎসাহ।এই তো কিছুদিন আগে জেলা পুলিশের জনসংযোগ বাড়ানোর অঙ্গ হিসেবে জেলা পুলিশের সঙ্গে তীব্র প্রতিদন্ধিতা মূলক ক্রিকেট খেলাতেও অংশগ্রহণ করেছিল প্রেস ক্লাব ।আর আজ বালুরঘাট থানার উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত নদী উৎসবে ক্রিকেট খেলায় অংশ নিয়ে দর্শক দের মন জয় করলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথমে ব্যাট করে প্রেস ক্লাব নির্ধারিত আট ওভারে একশো দশ রানের লক্ষ্যমাত্রা রাখে।খবরের মাঝে ক্রিকেট মাঠেও তারা যে সাবলীল তার প্রমাণ রাখেন অমিত মোহান্ত, সুবীর মহন্ত, সন্জয় রায়,টিকু মহন্ত,রুপক সরকার,বিট্টু আগরওয়াল,মুন্না আগরওয়াল, অভিষেক দেব সিংহরা। টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচে শেষ বলে জয় লাভ করে অমৃতখন্ড সংঘ। দিশারী মাঠে সদস্য দের ক্রিকেট খেলায় উৎসাহ দিতে উপস্থিত সম্পাদক শঙ্কর কুমার রায়,সদস্য শ্রীকান্ত ঠাকুর,সন্তু দাস,অমল রাহারা জানান “সঠিক ভাবে খবর পরিবেশনের সাথে সাথে খেলাধুলোতেও আমরা অংশগ্রহণের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা বজায় রাখতে চাই”।দক্ষিণ দিনাজপুর প্রেস ক্লাব দক্ষিণ দিনাজপুর জেলার অনেক অহংকারের মধ্যে একটি অহংকার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});