জীবনের শেষ প্রান্তে এসে বার্ধক্য ভাতার মুখ দেখলেও চার মাস ধরে ৯০বছরের কানছু বালার বার্ধক্য ভাতা অমিলের ফলে অর্ধাহারে অনাহারে-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৭, ফেব্রুয়ারী: জীবনের শেষ প্রান্তে এসেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মধ্য দুর্গাপুর গ্রামের ৯০বছরের কানছু বালা ছয়মাস আগে বার্ধক্য ভাতা পাওয়া শুরু করলেও চার মাস ধরে তা কোন এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাওয়ায় অসহায় বৃদ্ধা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে বলে জানা যায়।কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের মধ্য দুর্গাপুরের কানছু বালা বলেন বাবা আমি আর আগের মত ভিক্ষায় বের হতে পারিনা। এক ছেলে অসুস্থ হয়ে ঘরে দীর্ঘদিন ধরে পরে আছে।
অপর এক ছেলে হিমাচল প্রদেশে থাকে।আমার সাথে কোন যোগাযোগ রাখেনা।বয়সের ভারে আর ভিক্ষায় বের হতে পারেনা।বাড়ির বৌমার লাথি ঝাটা খেয়েও দুই বেলার খাবার জোগাড় কোন দিন হয় কোন দিন হয়না। ৯০ বছরের বৃদ্ধা কানছু বালা জানান আমার ব্যাঙ্কের পাস বইযে কেন টাকা ঢুকছে না তা কেও বলতে পারেনা।তিনি বলেন মধ্য দুর্গাপুর থেকে কালিয়াগঞ্জ গাড়িতে যাতায়াত করতে চল্লিশ টাকা লাগে।বাবুদের কাছ থেকে পয়সা যোগাড় করে অফিসে গেলেও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকারকে সব সময় পাওয়া যায়না।আমি কি করবো বুঝতে পারছিনা।এতো মানুষকে ভগবান নিলেও আমাকে কেন এখনো নিয়ে যায়না ভগবান বলে আক্ষেপ করেন কানছু বালা।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এবং তৃণমূল নেতা হিরন্ময় সরকারকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে দীপা দেবী বলেন কি কারন কানছু বালার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে আছে তা তিনি দেখে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।তৃণমূল নেতা হিরন্ময় সরকার বলেন কানছু বালার বার্ধক্য ভাতা বন্ধ হবার কোন কারন নেই।তিনি খোঁজ নিয়ে দেখছেন কত তাড়াতাড়ি এটা আবার চালু করা যায়।
where to buy cialis online safely Sometimes consumers receive special offers for participating in pharmacy surveys and customer opinion surveys
what is priligy dapoxetine Rs 140 Box Get Latest Price
generic name for cialis These drugs that claim to be the same might be counterfeits and may contain harmful ingredients
canadian pharmacy cialis The safety of this medication is one of its most significant qualities
buy clomid made in usa Impotence and its medical and psychosocial correlates results of the Massachusetts Male Aging Study.
Things have changed. tamoxifen citrate Mayorga-Torres BJM, Camargo M, Cadavid ГЃP, du Plessis SS, Cardona Maya WD.