গুজরাটে জাতীয় স্কুল গেমসে রিলে রেসে রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্ষের ছাত্র রাজেশ মাড্ডি
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ –উত্তর দিনাজপুর জেলার একমাত্র ছাত্র রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের রাজেশ মাড্ডি ৬৪,তম জাতীয় বিদ্যালয় গেমসে অনুর্ধ ১৯(বয়েজ)৪x১০০ রিলেরেসে সুযোগ পাওয়াই সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাগন খুশির আনন্দে মতোযারা।সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কুন্তল চক্রবর্তী বলেন রাজেশ সম্প্রতি কল্যানিতে হয়ে যাওযা অ্যাথলেটিক্স মিটে চ্যাম্পিয়নের শিরোপা পায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী ১৫ই ফেব্রুয়ারী থেকে ১৭ই ফেব্রুয়ারী গুজরাটের নদিয়াদে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই খেলায় অংশগ্রহন করতে যাচ্ছে।আমরা সবাই আশাবাদী রাজেশ ভালো ফল করেই আসবে।রাজেশের বাড়ী করনদীঘি ব্লকের লাহুতারা গ্রামে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ও সেন্ট জেভিয়ার্সের উচ্চ মাধ্যমিকের ছাত্র।সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের অধ্যক্ষ ডেভিড রাজ এক সাক্ষাৎকারে বলেন রাজেশ যেমন পড়াশোনায় তেমনি খেলাতেও সবার নজর কেড়ে ছে।আমার দৃঢ় বিশ্বাস রাজেশ তাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেই আসবে। রাজেশ আগামী ১০ইফেব্রুয়ারী হাওড়া গিয়ে সেখান থেকে ১১ই ফেব্রুয়ারী বাংলা দলের সাথে গুজরাটের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});