December 24, 2024

গোলাপ দিলেই কি প্রেমের সত্যতা প্রকাশ পায়?

1 min read

পিয়া গুপ্তা, :- একটা সময় ছিল যখন মানুষ মনের কথা বলার জন্য চিঠির আশ্রয় নিত। চিঠির মাধ্যমে প্রকাশ পেত  আবেগ আর ভালবাসার।সেই চিঠির মধ্যেই   জুড়ে দেয়া হতো  গোলাপের পাপড়ি। তবে সময়ের সাথে চিঠি যদিও উঠে গেছে।তবে মনের মানুষ কে গোলাপ আদান প্রদানের কারবার যেন রয়েই গেছে।তবে সত্যি কি গোলাপ দিলেই প্রেমের সত্যতা প্রকাশ পাওয়া যায়? যদিও গোলাপ আর ভালবাসা এই দুয়ের মধ্যে যেন অদৃশ্য একটা সম্পর্ক জড়িত। গোলাপ দেখলেই ভালবাসার মানুষের কথা অনায়াসে মনে পড়ে যায়। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কোনো তরুণী-তরুণী গোলাপ হাতে নিয়ে যাচ্ছে। অমনি যে কেউ ভেবে বসল গোলাপটি তার ভালবাসার মানুষের কাছ থেকে পাওয়া অথবা ভালবাসার মানুষকে দেবে বলেই নিয়ে যাচ্ছে। এমনটা ভাবা কী অস্বাভাবিক? প্রতি বছর ৭ ফেব্রুয়ারি পালিত হয় রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আর এ দিনেই বিশেষ করে আমরা আমাদের প্রিয়জনকে ফুল দিয়ে আমাদের ভেতরের আবেগ বা ভালোবাসা প্রকাশ করে থাকি। আর ভালোবাসা প্রকাশের সবচে’ ভালো মাধ্যম হলো ফুল। ফুলের মধ্যে সবচেয়ে উত্তম হিসেবে গোলাপকেই বেছে নেয় বেশিরভাগ প্রেমিক-প্রেমিকা।
ফুল পছন্দ করে না, পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম। আমরা প্রায়ই আমাদের প্রিয়জনের হাতে গোলাপ তুলে দিয়ে প্রকাশ করে থাকি নিজের মনের কথাটি অথবা বলে ফেলি সারা জীবন কাটাতে চাই তোমার সঙ্গে। কথায় আছনা ভালবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবার উপরে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন।  প্রেমিক-প্রেমিকা হোক বা যে কোনও প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  তাই উপহার হিসেবে গোলাপেরই চাহিদা এখন সবার উপরে। রোজ ডে তে যারা উইশ করছেন, তাদের জেনে রাখা ভাল কোন রঙের গোলাপ কীসের প্রতীক।লাল গোলাপ : প্রেমের কবিতা, গল্পে বার বার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা। সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরণ বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন।গোলাপি গোলাপ : শুধু লাল গোলাপ নয়, মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও। ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।সাদা গোলাপ : সাদা ফুল আমরা সাধারণত শোকজ্ঞাপনে ব্যবহার করলেও সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কারণ, এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। মৃতহেদ, কবরের উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা। তবে শুধু মৃত ব্যক্তিকে নয়, কাউকে মিস করলে আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা।কমলা গোলাপ : প্যাশন বোঝাতে আমরা লাল রং ব্যবহার করে থাকি। তবে আসলে কিন্তু কমলা গোলাপ আবেগ, উত্সাহ, উদ্দীপনার প্রতীক। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।হলুদ গোলাপ : জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।
এভাবে রোজ ডের পর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারিপ্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *