December 22, 2024

আবেগের বিস্ফোরণে গঠিত হলো ইস্টবেঙ্গল ফ্যানস্ ক্লাব দক্ষিণ দিনাজপুর

1 min read

তুহিন শুভ্র মন্ডল–বালুরঘাট-ফুটবলের প্রতি বাঙালীর আবেগ চিরন্তন ।আর সেই আবেগে এশিয়া খ্যাত ভারতীয় ক্লাব ইস্টবেঙ্গল হৃদয়ে জুড়ে থাকা নাম।এও এক চিরায়ত আবেগ।আবেগ তো ছিলোই।এবার তাকেই একসূত্রে গেঁথে গঠিত হলো দক্ষিন দিনাজপুরের প্রথম ইস্টবেঙ্গল ফ্যানস্ ক্লাব।সোস্যাল মিডিয়াতে আবেগের বিস্ফোরণে তৈরি হয় হোয়াটস অ্যাপ গ্রুপ।এসবের সূত্র ধরেই মোহিনী প্রেসে সোমবার হয়ে গেল প্রথম মিটিং।গঠিত হলো ইস্টবেঙ্গল ফ্যানস্ ক্লাব দক্ষিন দিনাজপুর ।যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব সামাজিক পরিচয় আছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



কিন্ত সেদিন যেন তাদের পরিচয় শুধুমাত্রই ইস্টবেঙ্গল সমর্থক ।প্রিয় দল হেরে গেলে সে সমর্থক দের অন্তর থেকে উঠে আসা কান্না আছে।মন খারাপ আছে।আর প্রিয় দল জিতলে আছে বাঁধভাঙ্গা উল্লাস। একদম প্রথমে কে কিভাবে এবং কবে থেকে ইস্টবেঙ্গল নামটার সাথে যুক্ত হয়ে পড়লো তার কথা বলার পরেই অন্তবর্তীকালীন কনভেনর ও কো-অর্ডিনেটরের নাম।সেই মতো যুগ্ম কনভেনর হিসেবে মনোনীত হন গৌতম দাশগুপ্ত এবং সুপ্রিয় ভট্টাচার্য ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



কো- অর্ডিনেটর হিসাবে মনোনীত হন বিশ্বদীপ নন্দী।ইস্টবেঙ্গলের বার্তাবাহী এই ফ্যান ক্লাব শুধু যে ক্লাবের প্রতি অন্তহীন সমর্থন রাখবে তাই নয় প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও ভবিষ্যতে নিজেদের নিযুক্ত রাখবে।নবগঠিত ইস্টবেঙ্গল ফ্যানস্ ক্লাব দক্ষিণ দিনাজপুরের প্রথম মিটিং-এ উপস্থিত চিকিৎসক সৌমেন চৌধুরী,শিক্ষক অঞ্জন চট্টোপাধ্যায়,রীতেশ ব্যানার্জী,রঞ্জন কুন্ডু, সঞ্জয় চক্রবর্তী,শুভ্রদীপ দাশগুপ্ত,সুতপা দাশগুপ্ত,সুরজ ভৌমিক ও রিক গুহ বলেন ”  দীর্ঘদিনের একটা ইচ্ছাপূরণ হলো যেন।এবার এই ফ্যানস্ ক্লাবের একটা অফিসিয়াল লঞ্চ করতে হবে।তবে সেটা সারপ্রাইজ থাক।যে ইস্টবেঙ্গল আমাদের আবেগের নাম এটা সেই এতিহ্যবাহী ক্লাবের প্রতি আমাদের শ্রদ্ধা”।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *