রাস্তার শিলান্যাসে মন্ত্রী রবীন্দ্রনাথ ,ভুতনীতে।
1 min read
মালদা : পাক্কা রাস্তার স্বপ্ন পূরণ হতে চলেছে ভূতনী বাসীর। রাজ্য সরকারের চেষ্টায় একের পর এক উন্নয়ন মূলক কাজ হয়ে চলছে ভুতনী চরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাকা রাস্তার কাজের উদ্ধোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।এই সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের পাকা রাস্তার ফলে উপকৃত হবে মালদার ভূতনী চরের মানুষ।খুশি এলাকার মানুষ, ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে।বৃহস্পতিবার ভূতনী চরে পৌঁছান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রিন্সিপাল বরুণ রায়,জেলাশাসক কৌশিক ভট্টাচার্য , জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মোয়াজ্জেম হোসেন, রাজ্য প্রাক্তন মন্ত্রী সাবিত্রি মিত্র,মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল,মানিকচক ব্লক বিডিও সুরজিত পন্ডিত,ভুতনী থানার ওসি ধনঞ্জয় সরকার ,জেলা পরিষদ সদস্য ডলিরানী মন্ডল,সাবিনা ইয়াসমিন,সহ সভাপতি রুনা খাতুন সহ একাধিক সরকারী আমলারা। এদিন ফলক উন্মোচন করে ও নারিকেল ফাটিয়ে কাজের সূচনা করেন মন্ত্রী।এপ্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান,ভূতনীর শঙ্করটোলা বাঁধ থেকে ভূতনী প্রাথমিক স্বাস্থকেন্দ্র পর্যন্ত সাড়ে ছয় কিমি দৈঘ্যের এই রাস্তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অর্থ তহবিল থেকে প্রায় ৬ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।এই রাস্তার ফলে ভূতনীর মানুষ উপকৃত হবেন।সাথে ভূতনীকে আরো উন্নয়ন মূলক কাজের মাধ্যমে নতুন রূপ দিতে উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী বলে জানান রবি বাবু। ভবিষ্যতে ভুতনীতে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলার পরিকল্পনা রয়েছে । আমি রাজ্য পর্যটন দপ্তরে এই বিষয়ে চিঠি করব ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});