December 22, 2024

লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে বালুরঘাটে আদিবাসী কবিয়াল উৎসব-

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার নাট্য মন্দিরে রাজ্য লোকসংস্কৃতি ও আদিবাসী কেন্দ্র ও দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্দ্যোগে প্রখ্যাত আদিবাসী কবি ফ্রান্সিস হোপনার স্মরণে বালুরঘাট নাট্য মন্দিরে এক দিনের একটি সাঁওতালি কবিয়াল মেলা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানের উদ্বোধন করেন লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সচিব মতিলাল  কিস্কু সহ উপস্থিত আদিবাসী কবিগণ।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বাচ্চু হাসদা বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ।দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক সান্তনু চক্রবর্তী এক প্রশ্নের উত্তরে জানান  দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে সাড়ে তিনশো আদিবাসী শিল্পী ও কবিয়ালেরা 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উপস্থিত হন বলে জানান।সারাদিন ধরে এই আদিবাসী কবিয়াল মেলায় আদিবাসী নৃত্য,আদিবাসী সঙ্গীত,ঝুমুর নৃত্য,আদিবাসী কবিতার অনুষ্ঠান হয়ে থাকে। একদিনের এই মেলা উপলক্ষে আদিবাসী লোকসংস্কৃতি বিভাগের উদ্দ্যোগে আদিবাসী সমাজের লোক সংস্কৃতি বিষয়ক নানান ধরনের বই বিক্রির ব্যবস্থা ছিল।
লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি দপ্তরের সচিব মতিলাল কিস্কু সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পাশাপাশি আদিবাসী সংস্কৃতি নিয়ে সারাবছর ধরে আদিবাসী সমাজের বিকাশের শ্বার্থে কাজ করে থাকে।অনেক সময় আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাথে যৌথভাবেও বিভিন্ন অনুষ্ঠান করে থাকি।যে অনুষ্ঠানটি বৃহস্পতিবার  দক্ষিণ দিনাজপুর জেলায় করা হল যৌথ ভাবে।দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী মহল আদিবাসী সংস্কৃতি ও লোকসংস্কৃতি বিভাগের সাথে সাথে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *