আজ থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী ঃ- আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করল।নতুন সম্পাদক হিসাবে দায়িত্ব নেন সূচন্দন কর্মকার।সভাপতি হলেন সাজন শর্মা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়া সহসভাপতি হলেন রাজ ঠাকুর,সহসম্পাদক অনুপ জয়সওয়াল,কোষাধ্যক্ষ হলেন রমেশ সাহা।প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হলেন রাধিকারঞ্জন দেবভূতি,এছাড়া সংষ্কৃতি কমিটির সভাপতি হলেন তপন চক্রবর্তী, সম্পাদক পিয়া গুপ্তা
নতুন সম্পাদক হিসাবে দায়িত্ব নেন সূচন্দন কর্মকার |
এছাড়া কার্য কমিটির অন্য সদস্যরা হলেন বিনোদ রুনটা,তুফান মহন্ত,শংকর গুপ্তা,অমিত দে, এবং সঞ্জীব ঝা বিকাশ সাহা , তন্ময় চক্রবত্তী।
বিদায়ী কমিটির সভাপতি সঞ্জীব ঝা |
এদিন প্রেস ক্লাবে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ভাস্কর রায় ও রাধারানী হালদার এর নতুন সদস্য পদ গৃহীত হয়।
কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করল |
এদিন নতুন ভাবে কমিটি দায়িত্বভার গ্রহণ করার পর নতুন সম্পাদক সূচন্দন কর্মকার বলেন ,আমাদের একটাই লক্ষ্য সাংবাদিকদের ঐক্য বজায় রাখা।
এদিন সভায় বিদায়ী কমিটির সভাপতি সঞ্জীব ঝা অনুপস্থিত থাকায় সমস্ত সদস্যদের অনুমতিতে নতুন সভাপতি দায়িত্ব বুঝে নেন সাজন শর্মা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});