December 23, 2024

কালিয়াগঞ্জে ও কুশমন্ডিতে পুলিশি বাঁধায় বিজেপির সংকল্প যাত্রার বাইক মিছিল

1 min read
 তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--রবিবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কালিয়াগঞ্জ ব্লকের বিজেপি সমর্থকেরা আনুমানিক একহাজার বাইক কালিয়াগঞ্জ  হাসপাতাল পাড়ার রানিং বুলেট ক্লাব মাঠে এসে জড়ো হয়।বেলা সাড়ে বারোটা বাজতেই বিজেপির সংকল্প যাত্রার বাইক মিছিল শুরু করে ত্রিধারা ক্লাবের সামনের রাস্তা দিয়ে বের হতেই বিশাল পুলিশ বাহিনী বাইক মিছিলের সামনে এসে তাঁদের পথ অবরোধ করে।বাইক মিছিল সেখানেই দাঁড়িয়ে থাকে।
বিজেপির নেতৃত্বরা এ ব্যাপারে পুলিশকে পথ অবরোধের কারণ জানতে চাইলে কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত বন্দোপাধ্যায় জানিয়ে দেন বাইক মিছিলের কোন পারমিশন জেলা পুলিশ প্রশাসন থেকে নেই।ফলে বাইক মিছিল করা যাবেনা।এই কথা শোনার পর বিজেপি সমর্থকেরা প্রচন্ড উত্তেজিত হয়ে পরে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিজেপি নেতা বাসু দেব সরকার রানা প্ৰতাপ ঘোষ,রাজ্য মহিলা মোর্চা নেত্রী দোলা মোদক,কার্তিক পাহান পম্পা দেব চৌধরী, বেশ কিছুক্ষণ রাজ্য সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।দেবার পর তারা স্থান ত্যাগ করে চলে যায়।অপর দিকে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে চৌমাথায় বিজেপির সমর্থকেরা সংকল্প যাত্রার বাইক মিছিল নিয়ে বের হলে সেখানে বিজেপি কর্মীদের সাথে পুলিশের বচসা শুরু হয়ে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিজেপির সংকল্প যাত্রা বাইক মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির অবসার ভার অমিত সাহা সাধারণ সম্পাদক রণজিৎ রায় কুশমন্ডি বিধানসভার কনভেনার তাপস চন্দ্র রায়,লাখিনদার সরকার,নিমাই দাস,রাজেন সরকার, পার্থ সরকার ও সুব্রত সরকার।জানা যায় সংকল্প যাত্রা বাইক মিছিলে মোট ৪জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া বিজেপি সমর্থকেরা হল শহিদুর রহমান বীরেন্দ্র নাথ মাহাতো সঞ্জীব সরকার ও বাবলু সরকার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *