শিবরাত্রি উপলক্ষ্যে চোপড়া ব্লকের খুঁজালু গছে জমে উঠেছে মংলু সাধুর শিবরাত্রির মেলা
1 min read
জয়দেব গোপ,চোপড়া ৫মার্চ: শিবরাত্রি উপলক্ষ্যে চোপড়া ব্লকের খুঁজালু গছে জমে উঠেছে মংলু সাধুর শিবরাত্রির মেলা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রত্যেক বছর শিবরাত্রি উপলক্ষ্যে এখানে তিনদিন ব্যাপী মেলা বসে। মেলার উদ্যোক্তা উমেশ সাধু জানান, আমার বাবা মংলু সাধু প্রথমে এই মেলা বসিয়েছেন, এই মেলা এবারে একশ তম বর্ষে পা দিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেলায় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, মেলা হয় তিনদিন ব্যাপী। উল্লেখ্য এই মেলার শিব মন্দিরের পাশে উত্তর বাহিনী ডাউক নদীর জল এনে পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});