দেশপ্রেমিক প্রাথমিক শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য।
1 min read
জয়ন্ত বোস এবং তুফান মহন্ত, বর্তমানের কথা। শনিবারের সূর্যদয়ের আলোতে আকাশ আলোকিত হতেই চারিদিকে রটে গিয়ে চাঞ্চল্য দেখা যায় কালিয়াগঞ্জ থানার অন্তর্গত ২ নং ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অধীন ডালিমগাঁর নিকট চাঁদ পুকুর ব্রিজের নীচে এক গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ ঘিরে। রটে যায় চারিদিকে এবং এই খবর আছড়ে গিয়ে পরে কালিয়াগঞ্জ থানায়। কালিয়াগঞ্জ থানার আই,সি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায় যায়। উক্ত স্থানে ১০০ দিনের কাজে আসা শ্রমিকেরা প্রথম দেখতে পায় ব্রীজের তলায় মৃতদেহ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় মৃত যুবকের ডানহাতের মধ্যে একটি নাইন এমএম রিভলবার। মাথার ডানদিকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু। গুলিবিদ্ধ যুবকের নাম মনীষ কেডিয়া। কালিয়াগঞ্জ শহরের মাড়োয়ারি পট্টি এলাকায় বঙ্গলক্ষী তেল মিলের নিকটে তার বাড়ি। ৩২ বছরের মনীষ কেডিয়া একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি হেমতাবাদ থানার অন্তর্গত মাটিয়াডোম প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ছিলেন এবং কালিয়াগঞ্জ শহরে স্টেপ টু স্টেপ ড্যান্স একাডেমির সাথে যুক্ত থেকে নাচ শিখানোর কাজেও যুক্ত ছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ শহরের বিস্তীর্ণ এলাকার মানুষ জানতেন মনীষ একজন দেশপ্রেমিক যুবক ছিলেন। দেশমাতৃকার বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান তাকে করতে দেখেছে এলাকার মানুষ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
তবে এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন করা হয়েছে সেটি ময়নাতদন্তের রিপোর্টের পর আসল রহস্য উন্মোচন হতে পারে। পুলিশ ইতিমধ্যে মনীষের দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে অবিবাহিত মনীশের মৃতদেহ ঘিরে কালিয়াগঞ্জ শহরে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপটের কোনোরকম গন্ধ না পাওয়া গেলেও মহিলা রিলেশনশিপের কোনো গন্ধ আছে কিনা এই মৃত্যুর পিছনে তা তদন্তসাপেক্ষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরিবারের লোকজন এই মুহূর্তে কোনো কথা না বললেও তারা বলেছেন শুক্রবারের সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাত্রে সে আর বাড়ি ফিরে আসে নি। আজ সকালে মৃতদেহ শনাক্তের পর তারা খুবই মুষড়ে পরেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});