নারী রুপে বৃক্ষরোপন বালুরঘাটে
1 min read
তপন চক্রবর্তী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বৃক্ষকে নারীর মর্যাদা দিয়ে দিবস পালন করলো বালুরঘাটের অর্পন কলা কেন্দ্র ।আজ লোকনাথ মিশন ও ভারত সেবাশ্রম সংঘে কুড়িটি ফলের চারা সেই উপলক্ষ্যে রোপন করা হলো।উপস্থিত ছিলেন পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল , অর্পন কলা কেন্দ্রের সদস্যা সদস্য ও অন্য বৃক্ষপ্রেমী পরিবেশ বন্ধুরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অর্পন কলা কেন্দ্রের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে সারা বছর ধরেই বৃক্ষরোপন করা হবে।এই কর্মসূচিতে উপস্থিত পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডল বলেন বৃক্ষ নারীর সমতুল।তাই আজকের দিনটি বেছে নেওয়া যথার্থ ।পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা নানাবিধ।এই কর্মসূচির বৃহত্তর গুরুত্ব আছে।অর্পন কলাকেন্দ্রের পক্ষে প্রিয়াঙ্কা বিশ্বাস, তাপস রাজভর, পবন গোয়েঙ্কা, অনিতা বিশ্বাস প্রমুখরা জানান অর্পন কলাকেন্দ্র মূলত সাংস্কৃতিক সংস্থা হলেও সামাজিক ও পরিবেশিক বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে প্রয়াসী।সারাবছর ধরেই আমাদের এই সংক্রান্ত কার্যসূচী পালিত হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});