December 22, 2024

রায়গজ স্টেশনে পূর্বত্তর সীমান্ত রেল কর্মচারী সংঘের সম্মেলন

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেশন প্লাটফর্মে পূর্বত্তর সীমান্ত রেল কর্মচারী সংঘের কাটিহার ডিভিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন সংগঠনের পেট্রন মান রঞ্জন গান্ধী,সংগঠনের সভাপতি পঙ্কজ কুমার ঝাঁ,সহ-সভাপতি মানস কুমার বিশ্বাস,পাপ্পু কুমার ভাণ্ডারী,ভোলা কুমার পাসওয়ান, কার্যকরী সভাপতি অজয় কুমার,শাখা সম্পাদক বাত্তি লাল মিনা ,এস কে তেওযারি জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার আলোক কুমার ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার। সম্মেলনে ৪দফা দাবি নিয়ে মূলত আলোচনা হয়।
সংগঠনের শাখা সম্পাদক বাত্তি লাল মিনা বলেন রেল দপ্তর কর্মচারীদের উপর কাজের চাপ ক্রমাগত বৃদ্ধি করলেও রেল কর্মচারীদের সমস্যা নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই।রেল দপ্তরের উর্ধতন কর্মচারীরা তাদের নির্ধারিত কাজ না করে থাকলেও নিচু তলার কর্মীদের উপর তাদের অনবরত চাপ সৃষ্টি করে আসছে।অবিলম্বে তা বন্ধ করতে হবে।অবিলম্বে রেল কর্মচারীদের বাসস্থানের বিভিন্ন সমস্যার সমাধান রেল কর্তৃপক্ষকে করতে হবে।দীর্ঘ দিন ধরে রেল  কর্মচারীদের কলোনিতে জলের তীব্র সমস্যা থাকলেও রেলের উর্ধতন কর্তৃপক্ষের কোন হেলদোল নেই।আমরা চাই অবিলম্বে জলের সমস্যার সমাধানের দিকে রেল কর্তৃপক্ষ নজর দিক।অন্যথায় সংগঠনের পক্ষ থেকে ব্যাপক আন্দোলন করার হুমকি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *