খোলাখুলি মেজাজে সুরকার ও গায়ক রণজয় ভট্যাচার্জ ।
1 min read
সুপুরুষ বাঙালি সাথে মিষ্টি সুরেলা কন্ঠ এবং মাটিতে পা রেখে নিজেকে বড় করার এক অদম্য জেদ রণজয় ভট্যাচার্জ পরিচয় বললে অনেকটা এরম ভাবেই বলা যায় ।মধ্যবিত্ত পরিবারের সন্তান এই খাদ্যরসিক খেলাপ্রেমিক বাঙালির ছোট থেকেই ক্রিকেটার হওয়ায় স্বপ্ন ছিল ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর ছিল গানের প্রতি ভালোবাসা যা তাকে 2013 সালে TCS এর চাকরি ছেড়ে 2014 সালে গানের জগতে সুরের ভেলায় পারি দিতে উৎসাহিত করে তোলে ।2109 সালে তার প্রথম বড় কম্পসিশন ও সুর “সোয়েটার” সিনেমাটিতে ,যার ট্রেইলার এবং লগ্নজিতা চক্রবর্তী র গাওয়া ও রণজয় স্যারের সুরে “প্রেমে পরা বারণ”গানটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে ।এছাড়া এর আগে তিনি অনুরাগ বসুর সাথে “স্টোরিজ অব রবীন্দ্রনাথ টেগর” এ কাজ করেছেন তারপর অরিজিৎ সিংহ এর সাথে “পারবোনা আমি ছাড়তে তোকে”তে কাজ করেছেন ।2018 সালের কলকাতার আন্তর্জাতিক বই মেলার থিম সং টা ওনার গাওয়া এবং ওনারই কম্পোস করা এছাড়া 2018 সালেই বাংলাদেশের 21এ বইমেলার ও থিম সং ওনার গাওয়া এবং ওনারই কম্পোস করা ।এছাড়া তার বর্তমান কাজ গুলির মধ্যে এডভারটাইসমেন্ট জিঙ্গেলে কাজ আবার ইলেকশন কমিশন এর প্রজেক্ট এবং নেটফ্লিক্স এ হিন্দি ফিচার ফিল্ম ও বাংলা ফিচার ফিল্মে কাজ করছেন।তাই সুরের জাদুকর রণজয় ভট্যাচার্জ কে BARTAMANER KATHA এর পুরো টিমের পক্ষ থেকে আগামীদিনে আরো সাফল্য কামনা করে অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});