উত্তর দিনাজপুর জেলার গ্রামেগঞ্জে ভারতের নির্বাচন কমিশন এর সুস্ব্জিত ভিভি প্যাট ট্যাবলো দারুণ সাড়া পড়ে গেছে
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ– আর দেরি কেন আপনি কি লোকসভার নিবার্চন এর আগে একবার ভোট দিতে চান ।আপনাকে সেই ভোট দেওয়ার অভিনব সুযোগ করে দিচ্ছে ভারতের নির্বাচন কমিশন।তাই সকাল সকাল নিজের ভোট নিজেই দিয়ে একবার ঝালাই করে নিন আপনার ভোট সঠিক জায়গায় পড়েছে কিনা।তবে আপনি এই ভোট দিতে পারবেন কোন চার দেয়ালের গন্ডির মধ্যে নয় , এই ভোট দিতে আপনাকে একটু অপেখ্যা করতে হবে ।
কারন আপনার কাছেই ভারতের নির্বাচন কমিশন এর সুস্ব্জিত ট্যাবলো চলে আসবে।আর যখন আসবে তখন ই আপনি পাবেন আগাম
ভোট দেওয়ার অভিনব সুজগ। তবে সেখানে মিস করলে একবারেই ঘব্রাবেন না । কারন আপনাদের
জন্য ভারতের নির্বাচন কমিশন জেলার জেলাশাসকের দপ্তরের
সামনে এবং জেলার বিভিন্ন ব্লক অফিসের সামনেও এই ভিভি প্যাট সন্মেলিত ইভিএম
মেশিন যন্ত্র রেখেছে। যেখানে আপনি সঠিক জায়গায় ভোট দিতে পারছেন কিনা একবার ঝালীয়ে নিতে পারবেন ।
ভোট দেওয়ার অভিনব সুজগ। তবে সেখানে মিস করলে একবারেই ঘব্রাবেন না । কারন আপনাদের
জন্য ভারতের নির্বাচন কমিশন জেলার জেলাশাসকের দপ্তরের
সামনে এবং জেলার বিভিন্ন ব্লক অফিসের সামনেও এই ভিভি প্যাট সন্মেলিত ইভিএম
মেশিন যন্ত্র রেখেছে। যেখানে আপনি সঠিক জায়গায় ভোট দিতে পারছেন কিনা একবার ঝালীয়ে নিতে পারবেন ।
এবার ই প্রথম আপনার ভোট নিচিত করতে অভিনব এই সুযোগ করে দিচ্ছে ভারতের নিবার্চন কমিশনার । যা এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন হাটে বাজারে থেকে আপনার পাড়া ও শহর থেকে গ্রামে ভারতের নিবার্চন কমিশনের সুস্ব্জিত ট্যাবলো কে ঘুরে বেড়াতে ।এবং সাধারণ মানুষদের সচেতন করতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এমন ই আজ দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈল
হাটে।যেখানে দেখা গেল নিবার্চন কমিশনের এই সুস্ব্জিত ট্যাবলোর সামনে হাজির হতে সাধারন মানুষ কে ।দেখা যায় নিজের ভোট নিজে দিতে সাধারন মানুষদের ।তবে এই মেশিনে কোন রাজনৈতিক দলের বা আপনার পছন্দ মতো কোন প্রাথীকে ভোট দিতে পারবেন না।কারন একটাই এই ট্যাবলোর উদ্যোগতা ভারাতের নিবার্চন কমিশন ।
হাটে।যেখানে দেখা গেল নিবার্চন কমিশনের এই সুস্ব্জিত ট্যাবলোর সামনে হাজির হতে সাধারন মানুষ কে ।দেখা যায় নিজের ভোট নিজে দিতে সাধারন মানুষদের ।তবে এই মেশিনে কোন রাজনৈতিক দলের বা আপনার পছন্দ মতো কোন প্রাথীকে ভোট দিতে পারবেন না।কারন একটাই এই ট্যাবলোর উদ্যোগতা ভারাতের নিবার্চন কমিশন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখানে রাজনৈতিক প্রাথিদের বদলে ভারাতের নিবার্চন কমিশন সেই ইভিএম মেশিনে নিজেদের ইছা মত প্রতীক দিয়ে
রেখেছেন। রাজনৈতিক প্রাথিদের নাম না থাক তাতে কোন আক্ষেপ নেই।ভোট কিন্তু
সেই মেশিনে পড়ছে টপাটপ । বতাম টিপতে উৎসুক মানুষের
ভিড়ের মাঝে আবার অনেক কে বলতে শোনা গেল যাক এবার নিশ্চিন্ত হলাম।আমার পছন্দের প্রাথীকে ভোট দিয়ে।অনেকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে এই কাজে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে খুঁটিয়ে প্রশ্ন করতে। ভারতের নির্বাচন কমিশনের যারা এই অভিনব দায়িত্বে আজকে ছিলেন
তারা জানান নির্বাচন কমিশনের এই অভিনব উদ্যগে খুশি হয়েছে বহু মানুষ।তারা বলেন
নির্বাচন কমিশন এবার ই প্রথম এই ধরনের উদ্যগ নিল।তার একটি মাত্র কারন এই ভিভি প্যাড এর মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারছে নিজেদের ভোট সঠিক জায়গায় পড়ছে কিনা তা ষোল আনা বুঝে নিতে পারছে।এদিকে নিবাচন ঘোষণার পর থেকে যেভাবে
উত্তর দিনাজপুর জেলা প্রশাসন তৎপরতা দেখাছে এবারের লোকসভার ভোট কে
শান্তিপূর্ণ করতে তাতে ভীষণ খুশি জেলার
সাধারন মানুষ।
রেখেছেন। রাজনৈতিক প্রাথিদের নাম না থাক তাতে কোন আক্ষেপ নেই।ভোট কিন্তু
সেই মেশিনে পড়ছে টপাটপ । বতাম টিপতে উৎসুক মানুষের
ভিড়ের মাঝে আবার অনেক কে বলতে শোনা গেল যাক এবার নিশ্চিন্ত হলাম।আমার পছন্দের প্রাথীকে ভোট দিয়ে।অনেকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে এই কাজে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে খুঁটিয়ে প্রশ্ন করতে। ভারতের নির্বাচন কমিশনের যারা এই অভিনব দায়িত্বে আজকে ছিলেন
তারা জানান নির্বাচন কমিশনের এই অভিনব উদ্যগে খুশি হয়েছে বহু মানুষ।তারা বলেন
নির্বাচন কমিশন এবার ই প্রথম এই ধরনের উদ্যগ নিল।তার একটি মাত্র কারন এই ভিভি প্যাড এর মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারছে নিজেদের ভোট সঠিক জায়গায় পড়ছে কিনা তা ষোল আনা বুঝে নিতে পারছে।এদিকে নিবাচন ঘোষণার পর থেকে যেভাবে
উত্তর দিনাজপুর জেলা প্রশাসন তৎপরতা দেখাছে এবারের লোকসভার ভোট কে
শান্তিপূর্ণ করতে তাতে ভীষণ খুশি জেলার
সাধারন মানুষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});