January 13, 2025

বর্ষা শুরু হতেই ভাঙ্গন শুরু উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমার চা বলয়ে

1 min read

বর্ষা শুরু হতেই ভাঙ্গন শুরু উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমার চা বলয়ে

বর্তমানের কথা নিউজ সার্ভিস বর্ষা শুরু হতেই ভাঙ্গন শুরু। তবে এবার সেই ভাঙ্গন চা বলয়ে।উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমার যেসব ছোট চা বাগান গুলি নদীর ধারে রয়েছে সেগুলিতে এখন ভাঙ্গন শুরু হয়েছে, ফলে এখন আতঙ্ক তৈরি হয়েছে বাগান মালিক ও চা-বাগানের শ্রমিকদের মধ্যে।

বিগত দিনে একাধিক চা বাগান এই ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবছর ও ঠিক একই রকম ভাবে শুরু হয়েছে ভাঙ্গন। জানা যায় ইসলামপুর মহাকুমার মহানন্দা, ডোক, করতোয়া, দলঞ্চা, পিতানু, নাগর, সুধানি নদীর জল বারলেই প্রতিবছর এই ইসলামপুর মহাকুমার চা বলয়ে ভাঙ্গন শুরু হয়। জানা যায় এই মহাকুমার চোপড়া ব্লকের পঁয়ত্রিশটি বাগান রয়েছে।কয়েকদিনের বৃষ্টির ফলে নদীর জল বাড়ায় অন্তত এই বাগান গুলির মধ্যে সাতটি বাগানে ভাঙ্গন দেখা দিয়েছে। জানা যায় উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি ক্ষুদ্র চা চাষী রয়েছে। বাংলাদেশ সীমান্তে করতোয়া, নাগর, দলঞ্চা নদীর জল বেড়ে জাওয়াই ভাঙ্গন শুরু হয়েছে চা বলয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *